জাতীয় অ্যাথলেটিকসে মুকুট পুনরুদ্ধার ইমরানুরের
স্পোর্টস রিপোর্টার
জাতীয় স্টেডিয়ামে গতকাল শুরু হওয়া ১৭তম জাতীয় সামার অ্যাথলেটিকসের প্রথম দিন মূল আকর্ষণ ছিল ১০০ মিটার স্প্রিন্ট। এ ইভেন্টে দ্রুততম মানব হয়েছেন ইমরানুর রহমান এবং মানবী হয়েছেন সুমাইয়া দেওয়ান। তবে দ্রুততম মানবী নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। প্রথমে দ্রুততম মানবী হিসেবে শিরিনের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু সুমাইয়া চ্যালেঞ্জ করেন যে, তিনি প্রথম হয়েছেন।
শিরিন না সুমাইয়া- কে আগে ফিনিশিং লাইন টাচ করেছেন? এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হলে ফটো ফিনিশ রিভিউতে শেষ পর্যন্ত সুমাইয়াকে দেশের নতুন দ্রুততম মানবী ঘোষণা করেন বিচারকরা। অ্যাথলেটিকস ফেডারেশনের কাছে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন শিরিন।
ফটো ফিনিশ রিভিউয়ে ১২.১৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয়বারের মতো জাতীয় অ্যাথলেটিকসে সেরা হয়েছেন সুমাইয়া। ১২.২১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন শিরিন। ১২.৪১ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন শরিফা খাতুন। তারা তিনজনই বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট।
২০২২ সালের পর আবার দ্রুততম মানবী হওয়ার পর সুমাইয়া বলেন, ‘আমি পরিশ্রম করে আবার আগের জায়গায় আসতে পেরেছি। সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই নৌবাহিনী, বিকেএসপি, কোচ ও পরিবারকে। আমার পাশে থাকার জন্য। আমার পরিশ্রম সফল হয়েছে। আরো কঠোর পরিশ্রম করে সামনে এগিয়ে যেতে চাই।’
তিনি আরো বলেন, ‘আমি আত্মবিশ্বাসী ছিলাম, এবার প্রথম হব। ইনশাআল্লাহ হয়েছি। সামনে এসএ গেমস অবশ্যই ভালো কিছু করব। আরো পরিশ্রম করে বাংলাদেশকে ভালোভাবে প্রতিনিধিত্ব করার। আমি চেষ্টা করব ওভারকাম করার।’ অন্যদিকে, শিরিন বলেন, ‘আমি-ই চ্যাম্পিয়ন হয়েছি। এই ফল আমি মানতে পারছি না।’
অন্যদিকে, ১০০ মিটারে ইংল্যান্ড প্রবাসী ইমরানুরের দিকেই বিশেষ নজর ছিল সবার। চোট কাটিয়ে ট্র্যাকে ফিরে হতাশ করেননি নৌবাহিনীর এই অ্যাথলেট। ১০০ মিটার স্প্রিন্টে আবারও দেশসেরা হলেন ইমরানুর। ১০.৬৪ সেকেন্ড (ইলেকট্রনিক টাইমিং) সময় নিয়ে দৌড় শেষ করেন ৩২ বছর বয়সি এই স্প্রিন্টার। ইনজুরির কারণে গত জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিতে পারেননি। সেবার মোহাম্মদ ইসমাইল দেশের দ্রুততম মানব হয়েছিলেন। এবার ১০.৮৮ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে তৃতীয় হয়েছেন ইসমাইল। দ্বিতীয় হয়েছেন সেনাবাহিনীর আবদুল মোতালেব।
২০২২ সালে প্রথমবার জাতীয় অ্যাথলেটিকসে অংশ নেন ইমরানুর। ১০০ মিটারে রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতে দেশের দ্রুততম মানব হয়েছিলেন। এরপর থেকে রেকর্ডটি ধরে রাখেন ইমরানুর। মাঝে একবার সেরার মুকুট হাতছাড়া হলেও এবার সেটি পুনরুদ্ধার হয়েছে। ইমরানুর বলেন, ‘নৌবাহিনীকে ধন্যবাদ জানাই। আমি ৬-৭ মাস ইনজুরিতে ছিলাম। অপারেশনও হয়েছে, কঠিন সময় পার করে আবার প্রথম হয়েছি এজন্য ভালো লাগছে।’
জাতীয় স্টেডিয়ামে গতকাল শুরু হওয়া ১৭তম জাতীয় সামার অ্যাথলেটিকসের প্রথম দিন মূল আকর্ষণ ছিল ১০০ মিটার স্প্রিন্ট। এ ইভেন্টে দ্রুততম মানব হয়েছেন ইমরানুর রহমান এবং মানবী হয়েছেন সুমাইয়া দেওয়ান। তবে দ্রুততম মানবী নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। প্রথমে দ্রুততম মানবী হিসেবে শিরিনের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু সুমাইয়া চ্যালেঞ্জ করেন যে, তিনি প্রথম হয়েছেন।
শিরিন না সুমাইয়া- কে আগে ফিনিশিং লাইন টাচ করেছেন? এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হলে ফটো ফিনিশ রিভিউতে শেষ পর্যন্ত সুমাইয়াকে দেশের নতুন দ্রুততম মানবী ঘোষণা করেন বিচারকরা। অ্যাথলেটিকস ফেডারেশনের কাছে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন শিরিন।
ফটো ফিনিশ রিভিউয়ে ১২.১৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয়বারের মতো জাতীয় অ্যাথলেটিকসে সেরা হয়েছেন সুমাইয়া। ১২.২১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন শিরিন। ১২.৪১ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন শরিফা খাতুন। তারা তিনজনই বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট।
২০২২ সালের পর আবার দ্রুততম মানবী হওয়ার পর সুমাইয়া বলেন, ‘আমি পরিশ্রম করে আবার আগের জায়গায় আসতে পেরেছি। সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই নৌবাহিনী, বিকেএসপি, কোচ ও পরিবারকে। আমার পাশে থাকার জন্য। আমার পরিশ্রম সফল হয়েছে। আরো কঠোর পরিশ্রম করে সামনে এগিয়ে যেতে চাই।’
তিনি আরো বলেন, ‘আমি আত্মবিশ্বাসী ছিলাম, এবার প্রথম হব। ইনশাআল্লাহ হয়েছি। সামনে এসএ গেমস অবশ্যই ভালো কিছু করব। আরো পরিশ্রম করে বাংলাদেশকে ভালোভাবে প্রতিনিধিত্ব করার। আমি চেষ্টা করব ওভারকাম করার।’ অন্যদিকে, শিরিন বলেন, ‘আমি-ই চ্যাম্পিয়ন হয়েছি। এই ফল আমি মানতে পারছি না।’
অন্যদিকে, ১০০ মিটারে ইংল্যান্ড প্রবাসী ইমরানুরের দিকেই বিশেষ নজর ছিল সবার। চোট কাটিয়ে ট্র্যাকে ফিরে হতাশ করেননি নৌবাহিনীর এই অ্যাথলেট। ১০০ মিটার স্প্রিন্টে আবারও দেশসেরা হলেন ইমরানুর। ১০.৬৪ সেকেন্ড (ইলেকট্রনিক টাইমিং) সময় নিয়ে দৌড় শেষ করেন ৩২ বছর বয়সি এই স্প্রিন্টার। ইনজুরির কারণে গত জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিতে পারেননি। সেবার মোহাম্মদ ইসমাইল দেশের দ্রুততম মানব হয়েছিলেন। এবার ১০.৮৮ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে তৃতীয় হয়েছেন ইসমাইল। দ্বিতীয় হয়েছেন সেনাবাহিনীর আবদুল মোতালেব।
২০২২ সালে প্রথমবার জাতীয় অ্যাথলেটিকসে অংশ নেন ইমরানুর। ১০০ মিটারে রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতে দেশের দ্রুততম মানব হয়েছিলেন। এরপর থেকে রেকর্ডটি ধরে রাখেন ইমরানুর। মাঝে একবার সেরার মুকুট হাতছাড়া হলেও এবার সেটি পুনরুদ্ধার হয়েছে। ইমরানুর বলেন, ‘নৌবাহিনীকে ধন্যবাদ জানাই। আমি ৬-৭ মাস ইনজুরিতে ছিলাম। অপারেশনও হয়েছে, কঠিন সময় পার করে আবার প্রথম হয়েছি এজন্য ভালো লাগছে।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৭ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৮ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১১ ঘণ্টা আগে