একই ম্যাচে মুখোমুখি দুই লঙ্কান কিংবদন্তির ছেলে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১৬: ৪৫
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৬: ৪৯

সনাৎ জয়সুরিয়া ও মুত্তিয়া মুরালিধরন- শ্রীলঙ্কার ক্রিকেটের দুই কিংবদন্তি ক্রিকেটার। লঙ্কান ক্রিকেটে যাদের অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। দুজনই ক্রিকেট ছেড়েছেন আরো অনেক আগেই।

জয়সুরিয়া ও মুরালিধরনের পথ ধরে ক্রিকেটে এসেছেন তাদের ছেলেরা। জয়ুসরিয়ার ছেলে রানুক জয়সুরিয়া খেলছেন সিংহলিজ স্পোর্টস ক্লাবের (এসএসসি) হয়ে। অন্যদিকে তামিল ইউনিয়নের হয়ে খেলেন মুরালিধরনের ছেলে নরেন মুরালিধরন। এবার একটি ক্লাব ম্যাচে মুখোমুখি হয়েছিলেন রানুক ও নরেন।

বিজ্ঞাপন

শনিবার (২৩ আগস্ট) মুখোমুখি হয়েছিল তামিল ইউনিয়ন ও এসএসসি। তাতেই দুই কিংবদন্তি ক্রিকেটারের ছেলে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামেন। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কান ক্রিকেট সাংবাদিক রেক্স ক্লেমেন্তিনে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে করা এক পোস্টে তিনি লিখেছেন, ‘পি. সারা ওভালে একটি গুরুত্বপূর্ণ ক্লাব খেলা হচ্ছে; এসএসসি এবং তামিল ইউনিয়ন খেলছে। এসএসসির প্রতিনিধিত্ব করছেন সনাৎ জয়সুরিয়ার ছেলে রানুক জয়সুরিয়া। তামিল ইউনিয়নের প্রতিনিধিত্ব করছেন মুত্তিয়া মুরালিধরনের ছেলে নরেন মুরালিধরন। সময় কেমন উড়ে যায়।’

২০২৬ যুব বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে রানুক ও নরেনের খেলার সম্ভাবনা আছে। এখন পর্যন্ত চারটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ২৫ রান করেছেন নরেন। এছাড়া টি-টোয়েন্টিতে ১১ রানের পাশাপাশি দুটি উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে ক্লাব পর্যায়ে শ্রীলঙ্কার উদীয়মান তারকাদের একজন মনে করা হয় রানুককে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত