আইএল টি-টোয়েন্টি থেকে দেশে ফিরে বিশ্রামে ছিলেন মোস্তাফিজুর রহমান। বিশ্রাম শেষে গতকাল সকালে বিপিএলের দল রংপুর রাইডার্সে যোগ দেন তিনি। শুধু দলেই যোগ দেননি, গতকাল দলের সঙ্গে করেছেন অনুশীলন। সেখানে বেশ হাসিখুশি দেখা গেছে তাকে। এমন হাসিখুশি থাকা মোস্তাফিজের পারফরম্যান্সের দিকে চোখ রাখছে রংপুর রাইডার্স। আইএল টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে থাকায় তার ওপর থাকবে বাড়তি প্রত্যাশার চাপও।
সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় রংপুর রাইডার্স। তখন যেমন তার ওপর ছিল প্রত্যাশার চাপ, তা এখন অনেকটাই বেড়েছে। কারণ, আইএল টি-টোয়েন্টিতে ছিলেন দারুণ ছন্দে। দুবাই ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে ১৫ উইকেট শিকার করেছেন তিনি। এ কারণেই তার ওপর আছে বাড়তি প্রত্যাশা। শুধু আইএল টি-টোয়েন্টির পারফরম্যান্স নয়, আইপিএলে রেকর্ড দাম পেয়েছেন তিনি। সে কারণেও আছে প্রত্যাশার চাপ। এবারের আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ভেড়ায় ৯ কোটি ২০ লাখ রুপিতে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

