লাওস গেল অনূর্ধ্ব-২০ নারী দল

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ২২: ৩৫
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০১: ২৯

কদিনের ব্যবধানে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আরেকটি মিশন বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে। এবার লাওসে অনূর্ধ্ব-২০ পর্যায়ের বাছাই খেলবে তারা। আজ লাওসগামী বিমান ধরে বাংলাদেশ নারী দল। সিনিয়রদের মতো জুনিয়র দলটিও এশিয়ান কাপের মূল পর্বে খেলার টার্গেট করেছে। সিনিয়র দলের অধিনায়ক আফঈদা খন্দকার নেতৃত্বে খেলবে অনূর্ধ্ব-২০ দলটিরও।

বিজ্ঞাপন

এছাড়া সিনিয়র দলের আরো খেলোয়াড় বয়সভিত্তিক দলে আছেন। আগামী ৬-১০ আগস্ট বাছাই পর্বে লড়বে বাংলাদেশ। গ্রুপ পর্বে স্বাগতিক লাওস ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও তিমুর-লেস্তে। গ্রুপ সেরা দল চূড়ান্ত পর্বে খেলবে।

আর গ্রুপের রানার্সআপ দলেরও এশিয়ান কাপের মূল পর্বে উঠার সুযোগ আছে। দক্ষিণ কোরিয়া ম্যাচটি কঠিন হলেও অপর দুই প্রতিপক্ষের বিপক্ষে জয়ে চোখ থাকবে বাংলাদেশের।

লাওস যাত্রার আগে নিজেদের লক্ষ্যের কথা বলে গেছেন নারী দলের কোচ পিটার বাটলার। তিনি বলে গেছেন, ‘আপাতত আমাদের পুরো মনোযোগ প্রথম ম্যাচ লাওসের বিপক্ষে। আমরা লাওসে পৌঁছেই ইনজুরি নিয়ে একটা চূড়ান্ত মূল্যায়ন করব। তবে এখন পর্যন্ত দলে ইনজুরির কোনো সমস্যা নেই, সবাই সুস্থ এবং আমরা খেলতে প্রস্তুত।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত