রিংকু সিংয়ের কাছে চাঁদা দাবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০২: ৪২

তারকা ক্রিকেটার রিংকু সিংকে হুমকি দেওয়া হয়েছে। দাউদ ইব্রাহিম চক্রের পরিচয়ে ভারতের এ টি-টোয়েন্টি ক্রিকেটারের কাছে পাঁচ কোটি রুপি চাঁদা দাবি করা হয়েছে। এমন অভিযোগই উঠেছে সম্প্রতি। হুমকির অভিযোগে পেয়ে ইতোমধ্যে দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তারও করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। খবরটি নিশ্চিত করেছে নিউজ১৮।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত এপ্রিলে রিংকুর প্রচারণা দলের কাছে তিন দফায় চাঁদা দাবি করে বার্তা পাঠানো হয়েছে। এ অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ দিলশাদ ও মোহাম্মদ নাভিদকেজ। মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও ন্যাশনাল কংগ্রেস পার্টির প্রয়াত নেতা বাবা সিদ্দিকীর ছেলের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ দুজনকে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো থেকে আটক করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত