বিপিএল ফাইনাল: হচ্ছে না ক্যাপ্টেনস ফটোশুট

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ১০

ক্রিকেট কিংবা ফুটবল বা অন্য যে কোনো টুর্নামেন্টের ফাইনালের আগে ট্রফিসহ অধিনায়কের ফটোশুট হবে- এমনটা সাধারণ ঘটনা। বিপিএলের আগের আসরগুলোতেও ছিল ফটোশুটের ধারাবাহিকতা। অধিনায়কদের উপস্থিতি না থাকলেও ফাইনালিস্ট দুই দলের কোনো না কোনো প্রতিনিধি থাকেন। গত বছর ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে হয়েছিল ফাইনাল পূর্ব ফটোশুট। এবার অবশ্য সেই ধারা রাখছে না বিসিবি। ফাইনালের আগের দিন হবে না কোনো ফটোশুট। বিসিবির বেশ কয়েকটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞাপন

গতকাল সন্ধ্যা পর্যন্ত বিসিবির বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে গেছে, তখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এমন কী তারা তেমন কোনো আলোচনাও শুনতে পাননি। বিষয়টি বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখন পর্যন্ত বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। এমন কী হবে কি না সেই বিষয়টিও তার জানা নেই।

বিপিএলের সঙ্গে যুক্ত বিসিবির এক কর্মকর্তা আমার দেশকে জানান, এবার বিপিএলে অংশ নেওয়া দলগুলোর শহরে ট্রফি ট্যুর করা হয়েছে। সে কারণে ফাইনালের আগে ফটোশ্যুটের কোনো আয়োজন রাখা হয়নি।

কেন এই পরিকল্পনা থেকে সরে গেছে বিসিবি সেই ব্যাখ্যায় জানান, ট্রফি ফটোশুটের জন্য অনেক বেশি লজিস্টিক সাপোর্ট দরকার হয়। সেই ঝামেলা এড়াতেই ট্রফির ফটোশুটের ব্যবস্থা রাখা হয়নি।

বিপিএলের আগের আসরগুলোতে নিয়মিত হয়েছে ফটোশুট। গত আসরের ফটোশুট আহসান মঞ্জিলে যাননি দুই ফাইনালিস্ট ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক। ২০২৩ সালের ফাইনালের ফটোশুট হয়েছিল মেট্রোরেল স্টেশনে। সেবারও এক অধিনায়ক ছিলেন না ফটোশুটে।

বিষয়:

বিপিএল

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত