ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার অপেক্ষায় বেথেল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৩: ৩২

আগামী মাসে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সিরিজটিতে ইংলিশদের নেতৃত্ব দেবেন জ্যাকব বেথেল। তাতেই ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়ক হতে যাচ্ছেন ২১ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডার।

ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ডটি মন্টি বাউডেনের দখলে। ১৮৮৯ সালে ২৩ বছর ১৪৪ দিন বয়সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ইংল্যান্ডের নেতৃত্ব দেন তিনি। এবার ১৩৬ বছরের পুরনো রেকর্ডটি নিজের করে নিতে যাচ্ছেন বেথেল।

বিজ্ঞাপন

আয়ারল্যান্ড সফরের আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। দুটি সিরিজেই যথারীতি স্বাগতিকদের অধিনায়কত্বের ভার সামলাবেন হ্যারি ব্রুক। তবে আইরিশদের বিপক্ষে তাকে বিশ্রাম দিয়েছে ইসিবি। ব্রুক ছাড়াও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি থেকে বিশ্রাম দেওয়া হয়েছে জফরা আর্চার, বেন ডাকেট, ব্রাইডন কার্স ও জেমি স্মিথকে। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন সনি বেকার।

আগামী ২, ৪ ও ৭ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো খেলবে ইংল্যান্ড। ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলোতে মুখোমুখি হবে দুই দল। ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ তিনটি খেলবে ইংলিশরা।

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ইংল্যান্ডের ওয়ানডে দল:

হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট ও জেমি স্মিথ।

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল:

হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ ও লুক উড।

আয়ারল্যান্ড সিরিজের জন্য ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:

জ্যাকব বেথেল (অধিনায়ক), রেহান আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, লিয়াম ডসন, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট ও লুক উড।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত