টি-টোয়েন্টি সিরিজ
স্টাফ রিপোর্টার
সিলেটে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। আজ ছিল নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করার মিশন। কিন্তু প্রকৃতির খামখেয়ালিতে নেদারল্যান্ডসকে ধ্বলধোলাই করা হলো না টাইগারদের। বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিটা থামেনি। উল্টো ঝুম বৃষ্টি শুরু হয়েছে। যে কারণে মাঠ পরিদর্শনে যাওয়ার আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন মাঠের আম্পায়াররা।
এশিয়া কাপের আগে ব্যাটিং প্রস্তুতির যথেষ্ট সুযোগ এসেছে লিটন দাসের দলের সামনে। একমাত্র সুযোগে ব্যাটিংয়ে নিজেদের সেরাটা দিয়ে খানিকটা ইতিবাচক প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নামা লিটন দাসের দলের সংগ্রহ ছিল নির্ধারিত ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান। তবে দুই দফা বৃষ্টির বাধায় বাংলাদেশের ইনিংস আর মাঠে না গড়ানোয় হয়নি ২০ ওভার খেলার সৌভাগ্য।
মাত্র ২২ বলে বাংলাদেশের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৫০ রান। আর ৪.১ ওভারের পর প্রথম দফায় নামা বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় স্কোরবোর্ডে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ৬০ রান।
খেলা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে সাইফ হাসান ব্যক্তিগত ১২ রানে কাইল ক্লাইনের বলে বোল্ড হন। সঙ্গীর বিদায়ের পরও থামেনি লিটনের ব্যাটিংঝড়। তৃতীয় ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফেরার আগে ৪৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় তার ব্যাটে আসে ৭৩ রান।
শামীম পাটোয়ারী দুর্ভাগ্যের শিকার না হলে হয়তো খেলতে পারতেন বড় ইনিংস। কাইল ক্লেইনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে ১৯ বলে করেন ২১ রান। তার বিদায়ের পর সোহান ১১ বলে ২২ ও জাকের ১৩ বলে করেন ২০ রান। সোহানের ইনিংসে ছিল দুই ছক্কা ও জাকেরের ইনিংসে ছিল একটি করে চার ও ছক্কা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ১৬৪/৪, ১৮.২ (লিটন ৭৩, সোহান ২২*, শামিম ২১, জাকের ২০*; ক্লেইন ৩/৫৩)। (ম্যাচ পরিত্যক্ত)
সিলেটে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। আজ ছিল নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করার মিশন। কিন্তু প্রকৃতির খামখেয়ালিতে নেদারল্যান্ডসকে ধ্বলধোলাই করা হলো না টাইগারদের। বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিটা থামেনি। উল্টো ঝুম বৃষ্টি শুরু হয়েছে। যে কারণে মাঠ পরিদর্শনে যাওয়ার আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন মাঠের আম্পায়াররা।
এশিয়া কাপের আগে ব্যাটিং প্রস্তুতির যথেষ্ট সুযোগ এসেছে লিটন দাসের দলের সামনে। একমাত্র সুযোগে ব্যাটিংয়ে নিজেদের সেরাটা দিয়ে খানিকটা ইতিবাচক প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নামা লিটন দাসের দলের সংগ্রহ ছিল নির্ধারিত ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান। তবে দুই দফা বৃষ্টির বাধায় বাংলাদেশের ইনিংস আর মাঠে না গড়ানোয় হয়নি ২০ ওভার খেলার সৌভাগ্য।
মাত্র ২২ বলে বাংলাদেশের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৫০ রান। আর ৪.১ ওভারের পর প্রথম দফায় নামা বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় স্কোরবোর্ডে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ৬০ রান।
খেলা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে সাইফ হাসান ব্যক্তিগত ১২ রানে কাইল ক্লাইনের বলে বোল্ড হন। সঙ্গীর বিদায়ের পরও থামেনি লিটনের ব্যাটিংঝড়। তৃতীয় ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফেরার আগে ৪৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় তার ব্যাটে আসে ৭৩ রান।
শামীম পাটোয়ারী দুর্ভাগ্যের শিকার না হলে হয়তো খেলতে পারতেন বড় ইনিংস। কাইল ক্লেইনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে ১৯ বলে করেন ২১ রান। তার বিদায়ের পর সোহান ১১ বলে ২২ ও জাকের ১৩ বলে করেন ২০ রান। সোহানের ইনিংসে ছিল দুই ছক্কা ও জাকেরের ইনিংসে ছিল একটি করে চার ও ছক্কা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ১৬৪/৪, ১৮.২ (লিটন ৭৩, সোহান ২২*, শামিম ২১, জাকের ২০*; ক্লেইন ৩/৫৩)। (ম্যাচ পরিত্যক্ত)
দক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
২৭ মিনিট আগেপ্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
১ ঘণ্টা আগেদারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
১০ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
১১ ঘণ্টা আগে