ক্যান্সারে আক্রান্ত বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৪: ২১
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৪: ২৯

ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন মাইকেল ক্লার্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন ক্লার্ক। ক্যাপশনে লিখেছেন, ‘ত্বকের ক্যান্সার এখন বাস্তব, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আমার নাক থেকে একটি কেটে ফেলা হয়েছে। তাই এটা আপনাকে ত্বক পরীক্ষা করার বিষয়টি স্মরণ করিয়ে দিতে ভূমিকা রাখবে। নিরাময়ের চেয়ে প্রতিরোধ ভালো। তবে আমার ক্ষেত্রে নিয়মিত চেকআপ এবং প্রাথমিক সনাক্তকরণ গুরুত্বপূর্ণ ছিল।’

বিজ্ঞাপন

স্কিন ক্যান্সারের কারণে নাকের একটি অংশ কেটে ফেলতে হয়েছে ক্লার্ককে। বড় ধরনের বিপদ এড়াতে বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ২০১৫ বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

অস্ট্রেলিয়ার হয়ে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে ও ৩৪ টি টি-টোয়েন্টি খেলেছেন ক্লার্ক। ৩ সংস্করণে করেছেন যথাক্রমে ৮ হাজার ৬৪৩, ৭ হাজার ৯৮১ ও ৪৮৮ রান। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৩৬টি সেঞ্চুরি করেছেন তিনি। বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন সাবেক এই তারকা ক্রিকেটার।

২০০৩ সালের জানুয়ারি মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন ক্লার্ক। স্কিন ক্যান্সারের কারণে ২০০৬ সাল থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত