কি কারণে লাল কার্ড দেখলেন বেলিংহাম?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ২১
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৩০

স্প্যানিশ লা লিগার সবশেষ ম্যাচে ওসাসুনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট ভাগ করার দিনে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জুড বেলিংহাম। যদিও ঠিক কি কারণে লাল কার্ড দেখেছেন এই ইংলিশ তারকা সেটা নিয়ে চলছে আলোচনা।

ম্যাচের ৩৮তম মিনিটে ওসাসুনার কর্নারের পর বেলিংহামকে লাল কার্ড দেখান রেফারি মুনুয়ের মন্তেরো। রিপ্লেতে কোনো ফাউল করতে দেখা যায়নি তাকে। তবে রেফারিকে কিছু একটা বলতে দেখা যায় বেলিংহামকে।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে নিজের প্রতিবেদনে মন্তেরো লিখেছেন, তাকে ‘ফাক ইউ’ বলেছে বেলিংহাম। যেটা গালি কিংবা অপমান করতে ব্যবহার করা হয়। এমনটাই উঠে এসেছে স্প্যানিশ গণমাধ্যম দৈনিক এএসের প্রতিবেদনে।

যদিও বেলিংহামের দাবি, রেফারিকে তেমন কিছু বলেননি তিনি। তাকে কেবলমাত্র ভুল বুঝে লাল কার্ড দেখিয়েছেন মন্তেরো। মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বেলিংহাম বলেন, ‘আমি রেফারির ওপর সম্মান রেখেই বলেছি ‘ফাক অফ’ (এটা সাধারণত দূর হও বা বিরক্তি বোঝাতে ব্যবহার হয়)। ওই সময়কার ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি শুধু একটা অনুভূতি প্রকাশ করেছি। একটা ভুল বোঝাবুঝির কারণেই ঝামেলাটা বেধেছে। রেফারিকে অপমান করার ইচ্ছা ছিল না আমার। আমি তাকে অপমান করিনি। রেফারি ভুল করেছেন।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত