স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ বা ইউরো- জার্মানি মানেই হট ফেভারিট। একটা সময় এটা ধরেই নেওয়া হতো। মেজর আসরে এখন আর জার্মানদের ঠিক ফেভারিটদের কাতারে রাখতে চান না অনেকে। এর কারণ গত দুটি বিশ্বকাপে জার্মানির ফল। দুই বিশ্ব আসরের গ্রুপ পর্বের বৈতরণীই পেরোতে পারেননি জার্মানরা। আর গত দুই ইউরোতে তো সেমিফাইনালেই উঠতে পারেনি।
তবে জার্মানির খারাপ সময়টা এখন পেছনে ফেরতে চান কোচ ইউলিয়ান নাগেলসমান। দলে ফেরাতে চান সোনালি অতীত। স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই সবে শুরু করল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে জার্মানির কোচ বলছেন, তাদের লক্ষ্য শুধু বিশ্বকাপে নাম লেখা নয়। দেশবাসীকে উপহার দিতে চান বিশ্বকাপের পঞ্চম শিরোপা।
এখন জার্মানির বড় চ্যালেঞ্জ বিশ্বকাপ বাছাই পর্ব পেরিয়ে যাওয়া। তবে এখানেই থামিয়ে রাখতে চান না নিজের পরিকল্পনা। নাগেলসমান এখনই দৃষ্টি দিয়েছেন ফুটবলের বিশ্ব মঞ্চে। বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে নাগেলসম্যান বলেন, ‘লক্ষ্য ঠিক করা সব সময়ই ভালো। লক্ষ্য ঠিক না করে এবং সেটির পেছনে না ছুটে বা লড়াই না করে কোনো দল বা ব্যক্তির জন্য জীবনে এগিয়ে যাওয়া কঠিন। এটি ভালো লক্ষ্য যে আমরা বিশ্বকাপ জিততে চাই। আমি শতভাগ নিশ্চিত যে, আমার দলের কোনো ফুটবলারই এখানে ভিন্ন কিছু বলবে না। ভিন্ন কিছু ভাবলে পথচলার সঙ্গী হওয়ার প্রয়োজন নেই।’
গ্রুপে অন্য দুদল নর্দার্ন আয়ারল্যান্ড ও লুক্সেমবার্গ। তার মানে গ্রুপ পর্বে ফেভারিট জার্মানি। তবে বাছাই পর্বকে সহজভাবে নিচ্ছেন না। প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোতে চান কোচ, ‘সেখানে (বিশ্বকাপে) না যাওয়া পর্যন্ত প্রতিটি ম্যাচেই প্রক্রিয়া অনুসরণ করতে হবে আমাদের। লক্ষ্য যেহেতু আমাদের বড়, কোনো সময়ই নিজেদের নিয়ে সংশয়ে পড়া যাবে না। লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রক্রিয়া।’
বিশ্বকাপ বা ইউরো- জার্মানি মানেই হট ফেভারিট। একটা সময় এটা ধরেই নেওয়া হতো। মেজর আসরে এখন আর জার্মানদের ঠিক ফেভারিটদের কাতারে রাখতে চান না অনেকে। এর কারণ গত দুটি বিশ্বকাপে জার্মানির ফল। দুই বিশ্ব আসরের গ্রুপ পর্বের বৈতরণীই পেরোতে পারেননি জার্মানরা। আর গত দুই ইউরোতে তো সেমিফাইনালেই উঠতে পারেনি।
তবে জার্মানির খারাপ সময়টা এখন পেছনে ফেরতে চান কোচ ইউলিয়ান নাগেলসমান। দলে ফেরাতে চান সোনালি অতীত। স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই সবে শুরু করল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে জার্মানির কোচ বলছেন, তাদের লক্ষ্য শুধু বিশ্বকাপে নাম লেখা নয়। দেশবাসীকে উপহার দিতে চান বিশ্বকাপের পঞ্চম শিরোপা।
এখন জার্মানির বড় চ্যালেঞ্জ বিশ্বকাপ বাছাই পর্ব পেরিয়ে যাওয়া। তবে এখানেই থামিয়ে রাখতে চান না নিজের পরিকল্পনা। নাগেলসমান এখনই দৃষ্টি দিয়েছেন ফুটবলের বিশ্ব মঞ্চে। বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে নাগেলসম্যান বলেন, ‘লক্ষ্য ঠিক করা সব সময়ই ভালো। লক্ষ্য ঠিক না করে এবং সেটির পেছনে না ছুটে বা লড়াই না করে কোনো দল বা ব্যক্তির জন্য জীবনে এগিয়ে যাওয়া কঠিন। এটি ভালো লক্ষ্য যে আমরা বিশ্বকাপ জিততে চাই। আমি শতভাগ নিশ্চিত যে, আমার দলের কোনো ফুটবলারই এখানে ভিন্ন কিছু বলবে না। ভিন্ন কিছু ভাবলে পথচলার সঙ্গী হওয়ার প্রয়োজন নেই।’
গ্রুপে অন্য দুদল নর্দার্ন আয়ারল্যান্ড ও লুক্সেমবার্গ। তার মানে গ্রুপ পর্বে ফেভারিট জার্মানি। তবে বাছাই পর্বকে সহজভাবে নিচ্ছেন না। প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোতে চান কোচ, ‘সেখানে (বিশ্বকাপে) না যাওয়া পর্যন্ত প্রতিটি ম্যাচেই প্রক্রিয়া অনুসরণ করতে হবে আমাদের। লক্ষ্য যেহেতু আমাদের বড়, কোনো সময়ই নিজেদের নিয়ে সংশয়ে পড়া যাবে না। লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রক্রিয়া।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
১ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
২ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
২ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৫ ঘণ্টা আগে