পঞ্চম বিশ্বকাপ জিততে চায় জার্মানি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২: ০০
জার্মান কোচ ইউলিয়ান নাগেলসম্যান

বিশ্বকাপ বা ইউরো- জার্মানি মানেই হট ফেভারিট। একটা সময় এটা ধরেই নেওয়া হতো। মেজর আসরে এখন আর জার্মানদের ঠিক ফেভারিটদের কাতারে রাখতে চান না অনেকে। এর কারণ গত দুটি বিশ্বকাপে জার্মানির ফল। দুই বিশ্ব আসরের গ্রুপ পর্বের বৈতরণীই পেরোতে পারেননি জার্মানরা। আর গত দুই ইউরোতে তো সেমিফাইনালেই উঠতে পারেনি।

বিজ্ঞাপন

তবে জার্মানির খারাপ সময়টা এখন পেছনে ফেরতে চান কোচ ইউলিয়ান নাগেলসমান। দলে ফেরাতে চান সোনালি অতীত। স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই সবে শুরু করল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে জার্মানির কোচ বলছেন, তাদের লক্ষ্য শুধু বিশ্বকাপে নাম লেখা নয়। দেশবাসীকে উপহার দিতে চান বিশ্বকাপের পঞ্চম শিরোপা।


এখন জার্মানির বড় চ্যালেঞ্জ বিশ্বকাপ বাছাই পর্ব পেরিয়ে যাওয়া। তবে এখানেই থামিয়ে রাখতে চান না নিজের পরিকল্পনা। নাগেলসমান এখনই দৃষ্টি দিয়েছেন ফুটবলের বিশ্ব মঞ্চে। বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে নাগেলসম্যান বলেন, ‘লক্ষ্য ঠিক করা সব সময়ই ভালো। লক্ষ্য ঠিক না করে এবং সেটির পেছনে না ছুটে বা লড়াই না করে কোনো দল বা ব্যক্তির জন্য জীবনে এগিয়ে যাওয়া কঠিন। এটি ভালো লক্ষ্য যে আমরা বিশ্বকাপ জিততে চাই। আমি শতভাগ নিশ্চিত যে, আমার দলের কোনো ফুটবলারই এখানে ভিন্ন কিছু বলবে না। ভিন্ন কিছু ভাবলে পথচলার সঙ্গী হওয়ার প্রয়োজন নেই।’


গ্রুপে অন্য দুদল নর্দার্ন আয়ারল্যান্ড ও লুক্সেমবার্গ। তার মানে গ্রুপ পর্বে ফেভারিট জার্মানি। তবে বাছাই পর্বকে সহজভাবে নিচ্ছেন না। প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোতে চান কোচ, ‘সেখানে (বিশ্বকাপে) না যাওয়া পর্যন্ত প্রতিটি ম্যাচেই প্রক্রিয়া অনুসরণ করতে হবে আমাদের। লক্ষ্য যেহেতু আমাদের বড়, কোনো সময়ই নিজেদের নিয়ে সংশয়ে পড়া যাবে না। লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রক্রিয়া।’

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত