নেশন্স লিগ

স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৬: ২৯

উয়েফা নেশন্স লিগের ফাইনালে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল। আলিয়াঞ্জ অ্যারেনায় নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের খেলা শেষ দুই দল ২-২ সমতায় ছিল। তাই নিষ্পত্তির জন্য ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে ৫-৩ গোলে বাজিমাত করেছে পর্তুগিজরা।

বিজ্ঞাপন

প্রথম দল হিসেবে নেশন্স লিগে একাধিক শিরোপা জেতার রেকর্ড গড়ল পর্তুগাল। এর আগে ২০১৮-১৯ মৌসুমে এই প্রতিযোগিতার শিরোপা ঘরে তুলেছিল ক্রিশ্চিয়ানো রোনালদোরা। দলটির শেষ শিরোপা জয়ে বড় কৃতিত্বের দাবিদার দিয়েগো কস্তা। ম্যাচে চারটি দুর্দান্ত সেভ দেন এই গোলরক্ষক। এরপর টাইব্রেকারেও নিজের দিকে আলো কেড়ে নেন কস্তা।

রানার্সআপ হয়ে মাঠ ছাড়লেও ম্যাচে প্রথমে এগিয়ে যায় স্পেন। ২১ মিনিটে দলটির হয়ে গোল করেন জুবিমেন্দি। পাঁচ মিনিট পর গোলটার শোধ দেন নুনো মেন্ডেস। ৪৫ মিনিটে ফের এগিয়ে যায় স্পেন। এই দফায় স্কোরশিটে নাম লেখান ওইয়ারজাবাল। বিরতি থেকে ফেরার ১৫ মিনিটের মাথায় রোনালদোর গোলে ম্যাচে ফেরে পর্তুগাল। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। অতিরিক্ত সময়ের খেলাও শেষ হয় একই স্কোরলাইন নিয়ে।

টাইব্রেকারে স্পেনের হয়ে প্রথম তিন শটে জালের ঠিকানা খুঁজে নেন মিকেল মেরিনো, অ্যালেক্স বায়েনা ও ইসকো। কিন্তু দলের হয়ে চতুর্থ শট নিতে এসে হতাশ করেন আলভারো মোরাতা। অধিনায়কের শট আটকে দেন কস্তা। বিপরীতে পাঁচ শটের সবকটিতেই গোল পায় পর্তুগাল। শেষ শটে রুবেন নাভাস গোল করতেই জয় নিশ্চিত হয় তাদের।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত