পাকিস্তানি কিংবদন্তির রেকর্ড এখন বুমরার দখলে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১৪: ০৫

হেডিংলি টেস্টের দ্বিতীয় দিনের শেষ ওভার করতে এসে কিছুটা ছন্দহীনতায় ভুগতে দেখা গেছে জাসপ্রিত বুমরাকে। সে ওভারে টানা তিনটি নো বল করেন এই পেসার। তবে সে ওভারের চিত্র দেখে তার দিনের বাকি অংশের পারফরম্যান্স বিবেচনার সুযোগ নেই। কারণ এদিন দুর্দান্ত বোলিং করেছেন ভারতীয় পেস অ্যাটাকের প্রাণভোমরা। গড়েছেন দারুণ একটি রেকর্ড।

তিন সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ভারত থেমেছে ৪৭১ রানে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২০৯ রানে ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। স্বাগতিক দলের পতন হওয়া তিনটি উইকেটই পকেটে পুরেছেন বুমরা। তাতেই পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে পেছনে ফেলে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা- এই চার দেশে এশিয়ান বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক বনে গেছেন বুমরা।

বিজ্ঞাপন

এই চার দেশে ৬০ ইনিংসে বুমরার নিয়েছেন ১৪৮ উইকেট। তালিকার দুইয়ে নেমে যাওয়া আকরামের শিকার ১৪৬ উইকেট। ৫৫ ইনিংস বল করেছেন ইতিহাসের সেরা বোলারদের একজন। এই তালিকার সেরা পাঁচের বাকি তিনজনও ভারতের- অনিল কুম্বলে (১৪১ উইকেট), ইশান্ত শর্মা (১৩০ উইকেট) ও মোহাম্মদ শামি (১২৩ উইকেট)।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত