জয়সওয়ালের আউট

সৈকতের পাশে আরও এক সাবেক ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৪: ৩৭
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৪: ৩৯
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত

মেলবোর্ন টেস্টে যশ্বসী জয়সওয়ালের আউট নিয়ে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের পক্ষে বিপক্ষে চলছে আলোচনা-সমালোচনা। যদিও বেশিরভাগ মতামত গেছে বাংলাদেশি আম্পায়ারের পক্ষে। এই ইস্যুতে সৈকতের পক্ষে কথা বলেছেন ভারতের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। এবার আলোচিত ইস্যুতে ভারতের আরও এক সাবেক ক্রিকেটারকে পাশে পেলেন সৈকত। তিনি সুরিন্দর খান্না।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খান্না বলেন, ‘জয়সওয়ালের আউট নিয়ে বিতর্ক হওয়ার মতো কিছু দেখছি না। টিভি রিপ্লেতে সেটা ৪টি অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে। বল গ্লাভসে লেগে গতি কমে যায় এবং দিক পাল্টে উইকেটরক্ষকের হাতে জমা পড়ে।’

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে মেলবোর্ন টেস্টের শেষদিন। ২১.২ ওভার হাতে রেখে জয়ের জন্য ভারতের দরকার ছিল ২০০ রান। হাতে ছিল ৪ উইকেট। সফরকারীদের বড় ভরসা হয়ে তখনও ক্রিজে ছিলেন জয়সওয়াল। এই ওপেনারের ব্যাটিংয়ের সময় প্যাট কামিন্সের একটি ডেলিভারি পরাস্ত হয়ে উইকেটের পেছনে দাঁড়ানো অ্যালেক্স ক্যারির হাতে জমা পড়ে। সঙ্গে সঙ্গেই কট বিহাইন্ডের আবেদন হয়। আবেদনে সাড়া দেননি অনফিল্ড আম্পায়া। তাই রিভিউ নেয় স্বাগতিকরা।

টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, বল ব্যাট ও গ্লাভস স্পর্শ করে কিছুটা দিক পাল্টেছে। যদিও প্রযুক্তিগত ত্রুটির কারণে স্নিকোমিটারে সেটা ধরা পড়েনি। এরপরও সাহসিকতার পরিচয় দিয়ে জয়সওয়ালকে আউট দেন সৈকত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত