ঘুরে দাঁড়িয়ে জিতলেন কোকো গাউফ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ২১: ০০
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ২২: ৪৫

প্রথম সেটে হেরে পিছিয়ে পড়েন কোকো গাউফ। তবে ব্যাকফুটে গিয়েও হাল ছেড়ে দেননি। উল্টো লিখেছেন প্রত্যাবর্তনের দারুণ গল্প। ঘুরে দাঁড়িয়েই জয় ছিনিয়ে নিয়েছেন এ শীর্ষ বাছাই। রোমাঞ্চকর জয় দিয়ে কানাডিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে নাম লিখেছেন গাউফ।

বিজ্ঞাপন

মেয়েদের বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ের দ্বিতীয় সেরা এ খেলোয়াড় প্রথম সেটে হেরে গিয়েছিলেন ৪-৬ গেমে। তবে পরের দুই সেট ৭-৫ ও ৬-২ গেমে হারিয়েছেন ভেরোনিকা কুদেরমেতোভাকে। রুশ প্রতিপক্ষের হৃদয় ভেঙে মন্ট্রিলের এ টুর্নামেন্টের শেষ ষোলো পর্বে পৌঁছে গেছেন টানা পঞ্চমবারের মতো।

মার্কিন তারকা গাউফ পরের রাউন্ডে খেলবেন ওয়াইল্ড কার্ডধারী ভিক্টোরিয়া এমবোকোর বিপক্ষে। দারুণ ছন্দে রয়েছেন এমা রাদুকানও। পেইটন স্টার্নসকে ৬-২ ও ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডের টিকিট কেটেছেন এ ব্রিটিশ খেলোয়াড়। আর ছেলেদের এককে এটিপি ট্যুর লেভেলে ক্যারিয়ারের ৫০০তম জয় পেয়েছেন আলেক্সান্ডার জভেরেভ। টরন্টোতে জার্মানির এ খেলোয়াড় ৬-৭ (৫-৭), ৬-৩ ও ৬-২ গেমে হারিয়েছেন ইতালির মাত্তেও আরনালদিকে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত