এখনও পর্যবেক্ষণে তামিম, পরিস্থিতি সংকটাপন্ন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১৪: ২৮
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৪: ৩৫

বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচে টসের পর বুকে ব্যথা অনুভব করেন তামিম ইকবাল। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া যায় স্থানীয় কেপিজে হাসপাতালে। সেখানে ভর্তির পর এনজিওগ্রাম করিয়ে রিং পরানো হয়েছে। হাসপাতাল থেকে তামিমের শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন কেপিজে হাসপাতালের চিকিৎসক ড. রাজীব হাসান।

বিজ্ঞাপন

সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হন তামিম ইকবাল। ড. রাজীব হাসান বলেন, ‘আমরা সবাই জানি তামিম ইকবাল ভাই আজ সকাল বেলা অসুস্থ হয়েছিলেন। ৯টা, সাড়ে ৯টার দিকে বিকেএসপিতে অসুস্থ হন। এখানে নিয়ে আসার পর চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে আমরা চিন্তা করি ঢাকায় নিয়ে যাওয়া যাবে কিনা। কিন্তু উনার অবস্থা গুরুতর হয়ে যায়, এই গুরুতর অবস্থায় আমাদের কাছে আসেন। গুরুতর অবস্থা থেকে যতরকম চিকিৎসা দরকার সবই করা হয়েছে।’

কেপিজে হাসপাতালে তামিমকে সকল ধরনের চিকিৎসা করানো হয়েছে। ড. রাজীব হাসান জানান পরিস্থিতি অনুকূলে আছে। তার কথায়, ‘আল্লাহর রহমতে উনার অবস্থা অনুকূলে আছে। উনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, এটার জন্য এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্ট ও স্টেন্ট করা হয়েছে। স্টেন্টিং খুব স্মুথ ও কার্যকরভাবে হয়েছে। এটা করেছেন ডা. মনিরুজ্জামান মারুফ। উনার ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন।’

তবে এখনও যে তামিম সংকটাপন্ন সেটা বলার সুযোগ নেই। এ বিষয়ে রাজীব হাসান বলেন, ‘এখনও উনি পর্যবেক্ষণে আছে, গুরুতর অবস্থা এখনও কাটেনি। এটা একটু সময় লাগবে। সবাই উনার জন্য প্রাণপণ চেষ্টা করছি।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত