আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শান্তর সেঞ্চুরিতে জিতল রাজশাহী

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

শান্তর সেঞ্চুরিতে জিতল রাজশাহী

ফাইন লেগে দাঁড়িয়ে ফিল্ডিং মিস করলেন হজরতউল্লাহ জাজাই। ততক্ষণে দৌড়ে এক রানের জায়গায় দুই রান নিয়ে সেঞ্চুরি করার আনন্দে লম্বা এক লাফে হাওয়ায় ভাসলেন নাজমুল হোসেন শান্ত। রাজশাহীর অধিনায়কের এই বাঁধভাঙা উল্লাসই পুরো ম্যাচের প্রতিচ্ছবি হিসেবে ধরে নিতে পারেন। কারণ তিনিই যে ম্যাচের নায়ক।

বিজ্ঞাপন

৬০ বলে ১০১ রানের ইনিংস খেলে রাজশাহী ওয়ারিয়র্সকে জয় এনে দেওয়ার দিনে পার্শ্বনায়ক সিলেট টাইটান্সের পারভেজ হোসেন ইমন। কারণ, বিপিএলের উদ্বোধনী ম্যাচে তার ব্যাটিং ঝড়ের পরও যে ৮ উইকেটে হেরেছে সিলেট টাইটান্স।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া রাজশাহীর জন্য বোলিংটা খুব একটা সুখকর ছিল না। সিলেটের দুই ওপেনার সাইম আইয়ুব ও রনি তালুকদার এনে দেন দারুণ শুরু। সাইম ১৫ বলে ২৮ ও রনি করেন ৩৪ বলে ৪১ রান। তিনে নামা হজরতউল্লাহ জাজাই ১৮ বলে করেন ২০ রান।

শুরুটা যেমন বিধ্বংসী ছিল, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি হজরতউল্লাহ জাজাই ও রনি তালুকদার। তাতে মনে হচ্ছিল ১৬০-এর আশপাশেই থামবে সিলেট টাইটান্সের ইনিংস। তবে সেখানেই ঘুরে দাঁড়ানোর বার্তাটা দেন চারে নামা পারভেজ হোসেন ইমন ও পাঁচে নামা আফিফ হোসেন ধ্রুব। চতুর্থ উইকেট জুটিতে তারা দুজনে রীতিমতো তাণ্ডব চালান রাজশাহীর বোলারদের ওপর।

ইমন-আফিফ মিলে চতুর্থ উইকেটে যোগ করেন ৪১ বলে ৮৬ রান। মূলত এই জুটিই সিলেটকে দেয় বড় সংগ্রহের ভিত। ইমন ১৯৬ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে ৩৩ বলে করেন ৬৫ রান। তার ইনিংসে ছিল চারটি চার ও পাঁচটি ছক্কা। এমন দারুণ ব্যাটিং করা ইমনের সঙ্গী থাকা আফিফও রান করেছেন হাত খুলে। তার ব্যাটে ১৯ বলে আসে ৩৩ রান। তাতে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৯০ রান। রাজশাহীর হয়ে নেপালি স্পিনার সন্দীপ লামিচানে ৩৮ রানে নেন দুই উইকেট।

১৯১ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিক সিলেটের মতো ঝোড়ো শুরুটা আসেনি রাজশাহীর। খানিকটা দেখেশুনে খেলা রাজশাহী ৭.৫ ওভারে ৬২ রান তুলতে হারিয়ে বসে দুই উইকেট। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্বটা নেন অধিনায়ক শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পাওয়া শান্ত ৬০ বলে করেন ১০১ রান।

মুশফিকুর রহিম ৩১ বলে করেন ৫১ রান। ক্যারিয়ারের ৩৪তম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। দুজন মিলে তৃতীয় উইকেট জুটিতে ৭১ বলে যোগ করেন ১৩০ রান। মূলত এই জুটিই নিশ্চিত করে দেয় রাজশাহীর জয়। দুই বল আগে জয় নিশ্চিত করা রাজশাহী ২ উইকেটে তোলে ১৯২ রান। ৮ উইকেটের এই জয়ে বিপিএল মিশন শুরু করা রাজশাহীর পরের ম্যাচ আগামীকাল দুপুরে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন