আরও একবার বার্সার গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১২: ০১
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১২: ০৫

এশিয়া সফরে নিজেদের দ্বিতীয় ম্যাচে এফসি সিউলকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছিল বার্সেলোনা। ম্যাচটিতে সাতবার কোরিয়ান ক্লাবটির জালে বল পাঠায় কাতালানরা। এশিয়া সফরে নিজেদের শেষ ম্যাচেও গোল উৎসব করল তারা। এ যাত্রায় দেগুকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

আসন্ন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে গত ২৭ জুলাই ভিজেল কুবের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামে বার্সা। সে ম্যাচ দিয়ে ক্লাবটির হয়ে অভিষেক হয় মার্কাস রাশফোর্ডের। সে ম্যাচের মতো সিউলের বিপক্ষেও গোলের দেখা পাননি তিনি। অবশেষে স্প্যানিশ জায়ান্টদের হয়ে তৃতীয় ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন এই ইংলিশ ফরোয়ার্ড। কিছুদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধার চুক্তিতে তাকে দলে নেয় বার্সা। তাকে নিয়ে বড় পরিকল্পনা হান্সি ফ্লিকের।

বিজ্ঞাপন

দেগুর চেয়ে শক্তির বিচারে যোজন যোজন এগিয়ে বার্সা। মাঠেও সেটার ছাপ দেখিয়েছে সফরকারী দল। বল দখল, আক্রমণ, প্লেসিং, পাসিং- সবকিছুতেই আধিপত্য বিস্তার করে দেগুকে কোণঠাসা করে রাখে তারা।

৭৩ শতাংশ বল দখলে রেখে দেগুর লক্ষ্য বরাবর ১৭টি শট নেয় বার্সা। এর মধ্যে পাঁচবার গোল উৎসব করেছে গত মৌসুমে তিনটি শিরোপা জেতা দলটি।

২১ মিনিটে বার্সার হয়ে প্রথম গোলটি করেন গাভি। পরবর্তীতে আরও একবার লক্ষ্যভেদ করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। রাশফোর্ড ছাড়া বাকি গোল দুটি করেন রবার্ট লেভানডভস্কি ও টনি ফার্নান্দেজ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত