মঙ্গলবার মধ্যরাতে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানায়, আইসিসি বিসিবিকে জানিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে ভারতের মাটিতেই খেলতে হবে। গতকাল দুপুরে ওই খবরকে গুজব বলে উড়িয়ে দেয় বিসিবি। পরে বিকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, ‘আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করে যাব।’ পাশাপাশি ভারতে না যাওয়ার সিদ্ধান্তে বিসিবি অটল আছেÑসেই বার্তাও দেন তিনি। বুলবুল আত্মবিশ্বাসী, আইসিসিকে নিরাপত্তা সমস্যার কথা বোঝাতে পারবে বিসিবি।
আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শেষে তিনি জানানÑশুধু ক্রিকেটার নয়, বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিক-দর্শকদের নিরাপত্তার কথা চিন্তা করে সরকারের নির্দেশনা নিতে এসেছেন তিনি। বুলবুলের কথায়, ‘আমাদের খেলোয়াড়দের দেখার (নিরাপত্তা দেওয়া) উপায় আছে। কিন্তু খেলোয়াড়ের বাইরে যে বড় একটা জনগোষ্ঠী আছে, আমাদের সাংবাদিকরা আছেন, ক্রিকেট স্পনসররা আছেন, ক্রিকেট সমর্থকরা আছেন, অনেকে খেলা দেখতে যাবেন। সব নিরাপত্তা তো ক্রিকেট বোর্ডের পক্ষে দেওয়া সম্ভব নয়। এজন্য আমরা সরকারের নির্দেশনা নিচ্ছি।’ এ নিরাপত্তার ব্যাপারটি সুরাহা না হলে লড়াই চলবে জানিয়ে তিনি আরো বলেন, ‘এই নিরাপত্তা যদি উন্নতি না করে, তাহলে বিশ্বকাপে আমাদের অধিকারের জন্য লড়াই করে যাব।’
নিরাপত্তা ইস্যুতে ভারতে যেতে অনাগ্রহের কথা জানানো বিসিবি সিদ্ধান্তে বদল আনবে না জানিয়ে বুলবুল বলেন, ‘না। একটা উপযুক্ত কারণ নিয়ে কথা বলছি। এতগুলো বিশ্বকাপ খেলেছি, কখনো এ ধরনের কথা বলিনি।’ তবে আইসিসিকে রাজি করাতে না পারলে কী হবেÑতা নিয়ে চূড়ান্ত কিছু বলেননি। বুলবুলের বিশ্বাস, আইসিসিকে বোঝাতে পারবে বিসিবি। তার কথায়, ‘পূর্বেও কিন্তু নিরাপত্তার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। আপনারা জানেন, হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছেÑসেটার মূল কারণটাই কিন্তু নিরাপত্তা। আমরা আশা করছি, যে কারণে যাচ্ছি নাÑসেগুলো আমরা বোঝাতে পারব।’
আইসিসি কী সিদ্ধান্ত দেবেÑসেটা তাদের ওপরই ছেড়ে দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সেই সিদ্ধান্ত কবে নাগাদ আসবে, তা নিয়ে কোনো কথা বলেননি। তবে বিশ্বকাপের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে জানিয়ে বলেন, ‘সবকিছুই আমাদের দিক থেকে প্রস্তুতি নিয়ে রাখছি। আমাদের এখানে কোনো ছাড় নেই।’ ভেন্যু পরিবর্তন না হলে বিশ্বকাপে খেলবে নাÑএমন সিদ্ধান্তও আছে জানিয়ে বুলবুলের ভাষ্য, ‘আমরা আমাদের ব্যাপারে অনড়।’ এর আগে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজন হবেÑএ খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে বুলবুল বলেন, ‘একটা প্রোপাগান্ডা চলছে যে, আইসিসি আমাদের জানিয়েছে শ্রীলঙ্কা খেলার সম্ভাবনা। এ ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারো সঙ্গে।’
তিনি আরো যোগ করেন, ‘এটা একটি প্রোপাগান্ডা বলব আমি। ভুয়া খবর। কেননা, এখনো আইসিসির সঙ্গে আমাদের একবার যোগাযোগ হয়েছে। আমরা তাদের জানিয়েছি; তারাও আমাদের কাছ থেকে জানতে চেয়েছে কী কী ইস্যু। তো আমরা এখন কী কী ইস্যু, সেগুলো লিখে পাঠাব।’
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই। বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আরেকটি বিষয় হলো, আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই।’ তিনি আরো যোগ করেন, ‘ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, বিশ্বকাপ খেলতে চাই এবং এটা আমরা আরেকটি যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, সেখানেও খেলতে চাই।’
সব মিলিয়ে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি নাÑসেই সিদ্ধান্ত পুরোটা নির্ভর করছে আইসিসির ওপর। বাংলাদেশের ফিরতি চিঠির পর তাদের সিদ্ধান্ত দেখে বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

