রিয়ালে আসছেন আলোনসো

ব্রাজিলের কোচ হওয়ার খুব কাছে আনচেলত্তি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ১৯: ৫৮
আপডেট : ০৬ মে ২০২৫, ২০: ১২

গ্রীষ্মকালীন দলবদল শুরু হওয়ার আগেই ফুটবলপাড়ায় আলোড়ন সৃষ্টি করেছে ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ। দুই দলকে ঘিরে ইস্যু একটাই- কার্লো আনচেলত্তি। যদিও দুই দলের সম্ভাব্য ভবিষ্যত কোচের বিষয়টি একরকম নিশ্চিত হওয়ার পথে।

২০২৪-২৫ ক্লাব মৌসুম শেষে রিয়াল ছেড়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেবেন আনচেলত্তি, গত কিছুদিন ধরে এমন আলোচনা শোনা যাচ্ছে চারদিকে। প্রতিবেদনে অ্যাথলেটিক জানিয়েছিল, ইতোমধ্যে কয়েকদফা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে বৈঠক করেছেন আনচেলত্তি। এই পথে বাধা ছিল কেবল রিয়াল। এবার এই ইস্যুতে আরও একটি তথ্য দিয়েছে অ্যাথলেটিক।

বিজ্ঞাপন

গণমাধ্যমটির দাবি, ক্লাব ছাড়া নিয়ে রিয়াল ম্যানেজমেন্টের সঙ্গে মৌখিক আলাপ হয়েছে আনচেলত্তির। দুই পক্ষের সমঝোতা হওয়ায় চাইলে মৌসুম শেষ হওয়ার আগেই সান্তিয়াগো বার্নাব্যু ছাড়তে পারবেন ইতালিয়ান কোচ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আসন্ন এল ক্লাসিকোর পরই আসতে পারে আনচেলত্তির রিয়াল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আগামী জুনে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচদুটিকে সামনে রেখে আগেই দল ঘোষণা ও পরিকল্পনার কাজ সেরে রাখতে হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের। তাই আগামী ২৬ মে’র আগে আনচেলত্তিকে কোচ হিসেবে নিয়োগ দিতে চাচ্ছে ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, এমনটাই জানিয়েছে ইএসপিএন।

এদিকে আনচেলত্তি সম্ভাব্য বিদায়ে নতুন কোচের খোঁজের আছে রিয়াল। বেশকিছু গণমাধ্যমের কল্যাণে আগেই জানা গেছে তাদের সম্ভাব্য ভবিষ্যত কোচের নাম। আনচেলত্তির উত্তরসূরি হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন জাবি আলোনসো। সবকিছু ঠিক থাকলে তাই নিজেদের ক্লাবের সাবেক তারকা ফুটবলারকে হটসিটে বসাবে রিয়াল।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত