জিম্বাবুয়ে ১২৫ রানে অলআউট

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৩: ০৩
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১৭: ১৯

দুর্দান্ত বোলিংয়ের পর নিউজিল্যান্ডের ব্যাটিংও হচ্ছে দারুণ। অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় রানের পাহাড় গড়ছে কিউইরা। প্রথম দিন শেষে এক উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ১৭৪ রান তুলেছে নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

আইসিসির দুর্নীতি দমন আইন ও ডোপিংবিরোধী নিয়ম ভেঙে ছিলেন ব্রেন্ডন টেলর। এ অপরাধে ২০২২ সালের জানুয়ারিতে সাড়ে তিন বছরের জন্য নিষেধাজ্ঞা শাস্তি পান জিম্বাবুয়ের এ তারকা ব্যাটসম্যান। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন টেলর। এতে মুশফিককে ছাড়িয়ে সবচেয়ে দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের রেকর্ডও গড়েছেন টেলর (২১ বছর ৯৩ দিন)। মুশফিকের আগের রেকর্ডটি ২০ বছর ৩৩ দিনের।

তবে টেলরের ফেরার দিন মোটেই রঙিন হলো না। বুলাওয়েতে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ম্যাট হেনরি ও জাকারি ফোকসের পেস তোপে ১২৫ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। দলের হয়ে একাই ব্যাট হাতে লড়াই করে গেছেন। প্রথম দিনে খেলেছেন ৪৪ রানের কার্যকর এক ইনিংস। কিন্তু অন্য ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলের ভিড়ে অল্পতেই থেমেছে আফ্রিকার দেশটি। ৩৩ রানে অপরাজিত ছিলেন তাফাদজওয়া সিগা। হেনরি পাঁচ উইকেট নিয়েছেন। ৪ উইকেট নেন ফোকস।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ১২৫/১০, ৪৮.৫ ওভার (টেলর ৪৪, সিগা ৩৩*; হেনরি ৫/৪০ ও ফোকস ৪/৩৮)।

নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ১৭৪/১, ৩৯ ওভার (ইয়াং ৭৪ ও কনওয়ে ৭৯; ট্রেভর ১/৩১)।

*প্রথম দিন শেষে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত