অপেক্ষা বাড়ল বার্সার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১১: ৫২
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১১: ৫৩

আগামী মাসে ক্যাম্প ন্যুতে ফেরার কথা ছিল বার্সেলোনার। কিন্তু সে অপেক্ষা বাড়ল স্প্যানিশ লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। জায়ান্ট ক্লাবটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে সবশেষ ২০২৩ সালের মে মাসে ক্যাম্প ন্যুতে খেলেছিল বার্সা। এরপর থেকেই ভেন্যুটিতে সংস্কার কাজ শুরু হয়। বিকল্প হিসেবে গত দুই মৌসুম এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিজে হোম ম্যাচ খেলেছে জায়ান্টরা।

বিজ্ঞাপন

প্রত্যাবর্তনে আগামী ১০ আগস্ট জোয়ান গাম্পার ট্রফির ম্যাচ আয়োজন করতে চেয়েছিল বার্সা। যদিও অনুমতি সংক্রান্ত কারণে চেনা দূর্গে তাদের ফেরার অপেক্ষা দীর্ঘ হচ্ছে। বার্সা জানিয়েছে, স্টেডিয়ামে প্রবেশ পথের আশপাশের নিরাপত্তা সংক্রান্ত সমস্যা এখনো শেষ হয়নি। তাই কোমোর বিপক্ষে জোহান ক্রুইফ স্টেডিয়ামে জোয়ান গাম্পার ট্রফির ম্যাচটি আয়োজন করবে বার্সা।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে ক্যাম্প ন্যুতে ফেরার পরিকল্পনা করে বার্সা। কিন্তু সংস্কার কাজে প্রত্যাশিত উন্নতি না হওয়ায় সে সময় হোম ভেন্যুত ফিরতে পারেনি স্পেন তথা ইউরোপের শীর্ষ ক্লাবটি। এবার আরো একবার পেছাল তাদের ক্যাম্প ন্যুতে ফেরার সময়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত