চেলসির সামনে ইতিহাস গড়ার হাতছানি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১৬: ২১

চেলসির শোকেসে আছে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও উয়েফা উইনার্স কাপের শিরোপা। এবার তাদের সামনে ইতিহাস গড়ার হাতছানি। উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে বুধবার (২৮ মে) রাত ১টায় তাদের প্রতিপক্ষ রিয়াল বেতিস। ম্যাচটি জিতলেই প্রথম ক্লাব হিসেবে ইউরোপের শীর্ষ চার টুর্নামেন্টের সবকটিতেই শিরোপা জেতার কীর্তি গড়বে চেলসি।

কনফারেন্স লিগ ইউরোপের তৃতীয় সেরা প্রতিযোগিতা। তাই চেলসির মতো একটা ইউরোপ সেরা ক্লাবের জন্য এই টুর্নামেন্টে খেলা রীতিমতো লজ্জার। তবে গত কয়েক বছর ধরে ব্যর্থতায় নিজেদের হাতড়ে বেড়ানো ক্লাবটির জন্য এখন কনফারেন্স লিগই পরম প্রাপ্তি- তেমনটাই মানছেন চেলসি কোচ এনজো মারেস্কা। সেই সঙ্গে ইতিহাস গড়ার তাড়নাও অনুপ্রাণিত করছে তাকে।

বিজ্ঞাপন

ফাইনালের আগে মারেস্কা বলেন, ‘চেলসি এবং এই ক্লাবের সমর্থকদের কথা ভেবে কনফার্সে কাপ জিততে পারলে আমি অনেক খুশি হব। আমার খুশি হওয়ার আরেকটা হলো, চেলসি প্রথম ক্লাব হিসেবে চারটি ইউরোপিয়ান টুর্নামেন্টের শিরোপা জিতবে। তাছাড়া জিততে পারলে একটা মানসিকতা তৈরি হয়ে যাবে। এটাও একটা ভালো দিক।’

চেলসি কোচ আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের জন্য কনফারেন্স কাপ খুব গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। আমার জন্য এই মৌসুমে সবচেয়ে জটিল কাজ ছিল ছেলেদের এটা বোঝানো যে, আমাদের জন্য এই টুর্নামেন্টটিই সেরা প্রতিযোগিতা। কারণ এখণ আমরা এই টুর্নামেন্টে খেলছি।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত