স্পোর্টস ডেস্ক
চেলসির শোকেসে আছে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও উয়েফা উইনার্স কাপের শিরোপা। এবার তাদের সামনে ইতিহাস গড়ার হাতছানি। উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে বুধবার (২৮ মে) রাত ১টায় তাদের প্রতিপক্ষ রিয়াল বেতিস। ম্যাচটি জিতলেই প্রথম ক্লাব হিসেবে ইউরোপের শীর্ষ চার টুর্নামেন্টের সবকটিতেই শিরোপা জেতার কীর্তি গড়বে চেলসি।
কনফারেন্স লিগ ইউরোপের তৃতীয় সেরা প্রতিযোগিতা। তাই চেলসির মতো একটা ইউরোপ সেরা ক্লাবের জন্য এই টুর্নামেন্টে খেলা রীতিমতো লজ্জার। তবে গত কয়েক বছর ধরে ব্যর্থতায় নিজেদের হাতড়ে বেড়ানো ক্লাবটির জন্য এখন কনফারেন্স লিগই পরম প্রাপ্তি- তেমনটাই মানছেন চেলসি কোচ এনজো মারেস্কা। সেই সঙ্গে ইতিহাস গড়ার তাড়নাও অনুপ্রাণিত করছে তাকে।
ফাইনালের আগে মারেস্কা বলেন, ‘চেলসি এবং এই ক্লাবের সমর্থকদের কথা ভেবে কনফার্সে কাপ জিততে পারলে আমি অনেক খুশি হব। আমার খুশি হওয়ার আরেকটা হলো, চেলসি প্রথম ক্লাব হিসেবে চারটি ইউরোপিয়ান টুর্নামেন্টের শিরোপা জিতবে। তাছাড়া জিততে পারলে একটা মানসিকতা তৈরি হয়ে যাবে। এটাও একটা ভালো দিক।’
চেলসি কোচ আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের জন্য কনফারেন্স কাপ খুব গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। আমার জন্য এই মৌসুমে সবচেয়ে জটিল কাজ ছিল ছেলেদের এটা বোঝানো যে, আমাদের জন্য এই টুর্নামেন্টটিই সেরা প্রতিযোগিতা। কারণ এখণ আমরা এই টুর্নামেন্টে খেলছি।’
চেলসির শোকেসে আছে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও উয়েফা উইনার্স কাপের শিরোপা। এবার তাদের সামনে ইতিহাস গড়ার হাতছানি। উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে বুধবার (২৮ মে) রাত ১টায় তাদের প্রতিপক্ষ রিয়াল বেতিস। ম্যাচটি জিতলেই প্রথম ক্লাব হিসেবে ইউরোপের শীর্ষ চার টুর্নামেন্টের সবকটিতেই শিরোপা জেতার কীর্তি গড়বে চেলসি।
কনফারেন্স লিগ ইউরোপের তৃতীয় সেরা প্রতিযোগিতা। তাই চেলসির মতো একটা ইউরোপ সেরা ক্লাবের জন্য এই টুর্নামেন্টে খেলা রীতিমতো লজ্জার। তবে গত কয়েক বছর ধরে ব্যর্থতায় নিজেদের হাতড়ে বেড়ানো ক্লাবটির জন্য এখন কনফারেন্স লিগই পরম প্রাপ্তি- তেমনটাই মানছেন চেলসি কোচ এনজো মারেস্কা। সেই সঙ্গে ইতিহাস গড়ার তাড়নাও অনুপ্রাণিত করছে তাকে।
ফাইনালের আগে মারেস্কা বলেন, ‘চেলসি এবং এই ক্লাবের সমর্থকদের কথা ভেবে কনফার্সে কাপ জিততে পারলে আমি অনেক খুশি হব। আমার খুশি হওয়ার আরেকটা হলো, চেলসি প্রথম ক্লাব হিসেবে চারটি ইউরোপিয়ান টুর্নামেন্টের শিরোপা জিতবে। তাছাড়া জিততে পারলে একটা মানসিকতা তৈরি হয়ে যাবে। এটাও একটা ভালো দিক।’
চেলসি কোচ আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের জন্য কনফারেন্স কাপ খুব গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। আমার জন্য এই মৌসুমে সবচেয়ে জটিল কাজ ছিল ছেলেদের এটা বোঝানো যে, আমাদের জন্য এই টুর্নামেন্টটিই সেরা প্রতিযোগিতা। কারণ এখণ আমরা এই টুর্নামেন্টে খেলছি।’
সেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
২৪ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
১ ঘণ্টা আগেপ্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
১ ঘণ্টা আগেদারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
১১ ঘণ্টা আগে