স্পোর্টস রিপোর্টার
আম্পায়ারিং নিয়ে বিতর্ক ঘরোয়া ক্রিকেটে যেন নিয়মে পরিণত হয়েছে। বছরজুড়ে আয়োজিত বিভিন্ন টুর্নামেন্টে মাঠের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ থাকে দলগুলোর মধ্যে। এর বিপরীতে দেশের আম্পায়ারিং নিয়ে কিছুটা হলেও তৃপ্তির ঢেঁকুর তোলার মতো উপকরণ আছে।
গত বছরের মার্চে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। যেটা বাংলাদেশের আম্পায়ারদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আগামী দিনগুলোতে এই ধারা অব্যাহত রাখতে এবং ভালো মানের আম্পায়ার তৈরি করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য আইসিসির সাবেক এলিট প্যানেলের আম্পায়ার সাইমন টোফেলের সঙ্গে ৩ বছরের চুক্তি করবে সংস্থাটি। সোমবার (৩০ জুন) বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ইতিহাসের সেরা আম্পায়ারদের একজন মনে করা হয় টোফেলকে। ২০০৪ থেকে ২০০৮- এই টানা পাঁচবার আইসিসিরি বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জিতেছেন তিনি। এমন একজনকে পেলে সন্দেহাতীতভাবেই দক্ষতা বাড়বে বাংলাদেশের আম্পায়ারদের।
বিসিবিরি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমরা সাইমন টোফেলের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি বিভিন্ন দেশের আম্পায়ারদের উন্নতি নিয়ে কাজ করে থাকেন। আইসিসির সঙ্গেও তিনি এই বিষয়টি নিয়ে যুক্ত আছেন। আমরা তার সঙ্গে ৪-৫ মাস বা তার আগে থেকেই কথা বলে আসছি। বোর্ড থেকে বিষয়টি এখন অনুমোদন দেওয়া হয়েছে। আমরা টোফেলের সঙ্গে ৩ বছরের চুক্তি করব।’
আম্পায়ারিং নিয়ে বিতর্ক ঘরোয়া ক্রিকেটে যেন নিয়মে পরিণত হয়েছে। বছরজুড়ে আয়োজিত বিভিন্ন টুর্নামেন্টে মাঠের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ থাকে দলগুলোর মধ্যে। এর বিপরীতে দেশের আম্পায়ারিং নিয়ে কিছুটা হলেও তৃপ্তির ঢেঁকুর তোলার মতো উপকরণ আছে।
গত বছরের মার্চে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। যেটা বাংলাদেশের আম্পায়ারদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আগামী দিনগুলোতে এই ধারা অব্যাহত রাখতে এবং ভালো মানের আম্পায়ার তৈরি করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য আইসিসির সাবেক এলিট প্যানেলের আম্পায়ার সাইমন টোফেলের সঙ্গে ৩ বছরের চুক্তি করবে সংস্থাটি। সোমবার (৩০ জুন) বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ইতিহাসের সেরা আম্পায়ারদের একজন মনে করা হয় টোফেলকে। ২০০৪ থেকে ২০০৮- এই টানা পাঁচবার আইসিসিরি বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জিতেছেন তিনি। এমন একজনকে পেলে সন্দেহাতীতভাবেই দক্ষতা বাড়বে বাংলাদেশের আম্পায়ারদের।
বিসিবিরি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমরা সাইমন টোফেলের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি বিভিন্ন দেশের আম্পায়ারদের উন্নতি নিয়ে কাজ করে থাকেন। আইসিসির সঙ্গেও তিনি এই বিষয়টি নিয়ে যুক্ত আছেন। আমরা তার সঙ্গে ৪-৫ মাস বা তার আগে থেকেই কথা বলে আসছি। বোর্ড থেকে বিষয়টি এখন অনুমোদন দেওয়া হয়েছে। আমরা টোফেলের সঙ্গে ৩ বছরের চুক্তি করব।’
আগামী ৩০ অক্টোবর ভারতের গোয়ায় শুরু হবে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা-২০২৫। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশ নিচ্ছেন।
১৩ মিনিট আগে৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
১ ঘণ্টা আগেসেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
১ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
২ ঘণ্টা আগে