এবার যে ইস্যুতে আলোচনায় সৈকত

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১৯: ০৫
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১৯: ১৬

স্নিকোমিটারের তথ্যকে পাত্তা না দিয়ে মেলবোর্ন টেস্টে জয়সওয়ালকে আউট দিয়ে আলোচিত-সমালোচিত হন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এবার চলমান সিডনি টেস্টে বিরাট কোহলি ইস্যুতে আলোচনায় এলেন এই বাংলাদেশি আম্পায়ার।

সিডনি টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৮৫ রানে থামে ভারত। দলীয় ১৭ রানে ২ উইকেট হারানোর পর ক্রিজে আসেন কোহলি। অফ স্ট্যাম্পের সামান্য বাইরে দিয়ে যাওয়া নিজের মোকাবেলা করা প্রথম বলকে খোঁচা দেন কোহলি। বল চলে যায় যায় স্লিপে দাঁড়ানো স্টিভ স্মিথের হাতে। তাতেই উদযাপন শুরু করে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

যদিও ক্যাচ সঠিকভাবে নেওয়া হয়েছে কিনা তা নিয়ে সন্দিহান ছিলেন সৈকত। তাই তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন তিনি। সিডনি টেস্টে তৃতীয় আম্পায়ারের ভূমিকায় আছেন জোয়েল উইলসন। কোহলির ক্যাচের ভিডিও তিনি বারবার টিভি রিপ্লেতে দেখেন। সেখানে দেখা যায়, স্মিথ ক্যাচ নিলেও মাটিতে বলের ছোঁয়া লেগেছে। তাই নটআউটের সিদ্ধান্ত নেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত