আল নাসরকে জিতিয়ে নতুন মাইলফলকে রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ২০: ০০

ক্রিশ্চিয়ানো রোনালদো কোথায় থামবেন? এই প্রশ্নের উত্তর একমাত্র রোনালদো ছাড়া কারো কাছে বোধহয় নেই। থাকারও কথা না। একের পর এক ম্যাচে পর্তুগাল তারকা যেভাবে গোল করে চলছেন, রেকর্ডের মালা গলায় পরছেন, তাতে তার শেষ গন্তব্য কেবল তিনিই জানেন। এবার রোনালদো স্পর্শ করলেন ৯৫০ গোলের মাইলফলক। সৌদি প্রো লিগে আল হাজেমের বিপক্ষে দলের ২-০ গোলের জয়ে একটি গোল করার মধ্য দিয়ে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এই কীর্তি গড়লেন আল নাসর তারকা। হাজার গোলের লক্ষ্য খুব কাছে।

প্রতিপক্ষের মাঠে আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে সুযোগ তৈরি করে আল নাসর। তাতে ২৫ মিনিটে এগিয়ে যায় তারা। আইমান ইয়াহিয়ার ক্রসে সবার ওপরে লাফিয়ে চমৎকার হেডে জাল খুঁজে নেন জোয়াও ফেলিক্স। ৬ ম‍্যাচে পর্তুগিজ ফরোয়ার্ডের গোল হলো ৯টি। সর্বোচ্চ গোলদাতার তালিকায় আলেকজান্ডার মিত্রোভিচের পাশে বসলেন ফেলিক্স।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধেও একই ধারায় খেলতে থাকে আল নাসর। তাতে শুরুতেই জালের দেখা পেয়ে যেতে পারতেন রোনালদো। তবে দুর্দান্ত সেভে তাকে হতাশ করেন ভারেলা। তবে ৮৮ মিনিটে আর পারেননি। ওয়েজলির ক্রসে রোনালদোর শট মাটিতে ড্রপ খেলে গোলরক্ষক ভারেলার মাথার ওপর দিয়ে জড়ায় জালে। চলতি মৌসুমে লিগে এটি রোনালদোর ষষ্ঠ গোল। ক্যারিয়ারের ৯৫০তম গোল। ৯০০ গোল নেই আর কারো। মেসির ৮৯১টি। ৬ ম্যাচে শতভাগ সাফল্যে টানা ষষ্ঠ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আল নাসর।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত