সন্তুষ্ট কাভার সভাপতি লতিফ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ২১: ০০

ছয় দেশের অংশগ্রহণে ঢাকার মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলছে সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট। রবিবার ইনডোর স্টেডিয়ামে উপস্থিত হন কাভার প্রেসিডেন্ট মোহামেদ লতিফ। বাংলাদেশে কাভার এই আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

লতিফ বলেন, ‘বাংলাদেশের এই আয়োজন নিয়ে আমি সন্তুষ্ট। শুধু আমি একা নই, এখানে খেলতে আসা পাঁচ দেশে অতিথি খেলোয়াড় ও কর্মকর্তার বাংলাদেশের আতিথেয়তা পেয়ে খুব খুশি।’ ভলিবল বেশ উন্নতি করেছে বাংলাদেশ। এমন মন্তব্য করেন মালদ্বীপের নাগরিক লতিফ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ভলিবলে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। তাই এদেশের ভলিবলের আরও উন্নয়নের জন্য কাভা থেকে যত রকম সহযোগিতা প্রয়োজন তা আমরা করব।’

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারন সম্পাদক বিমল ঘোষ ভুলু বলেন, ‘আমাদের আয়োজন নিয়ে কাভার প্রেসিডেন্টের এমন উচ্ছ্বাসে আমরা খুবই অনুপ্রাণিত। কাভা থেকে সহযোগিতা পেলে আগামীতে আমরা আরও ভাল আয়োজন করতে পারব।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত