হামজা এখন কুল হারা ফুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১৫: ৩০

হামজা চৌধুরীর বর্তমান অবস্থাটাই ফুঁটে উঠেছে হেডলাইনে। এই ডিফেন্সিভ মিডফিল্ডারের মূল দল লিস্টার সিটি নেমে গেছে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের লিগে। তাতে অবশ্য চিন্তা ছিল না হামজার জন্য। গত জানুয়ারিতে ধারে শেফিল্ড ইউনাইটেডে নাম লেখান। কিন্তু চ্যাম্পিয়নশিপের এই দলটিও আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে পারবে না।

চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগের আসন্ন আসরে খেলার সুযোগ হাতছাড়া করেছিল শেফিল্ড। যদিও তাদের সামনে সুযোগ ছিল ইংল্যান্ডের শীর্ষ লিগে খেলার। এজন্য চ্যাম্পিয়নশিপের প্লে অফের ফাইনালে সান্ডারল্যান্ডকে হারাতে হতো। কিন্তু ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে শেফিল্ডের। অর্থ্যাৎ গ্রীষ্মকালীন দলবদলে শেফিল্ড না ছাড়লে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না হামজার, সেটা এখন নিশ্চিত।

বিজ্ঞাপন

সান্ডারল্যান্ডের বিপক্ষে হারটা একটু বেশিই পোড়াবে শেফিল্ডকে। ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল তারা। ২৫তম মিনিটে শেফিল্ডের হয়ে লক্ষ্যভেদ করেন টাইরেস ক্যাম্পবেল। ৭৬ মিনিটে গোলটার শোধ দেন সান্ডারল্যান্ডের এলিজার মায়েন্ডা। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন টম ওয়াটসন। এমন হার, সেই সঙ্গে প্রিমিয়ার লিগে উঠতে না পারার কষ্ট- সব মিলিয়ে ম্যাচ শেষে মুষড়ে পড়েছিল শেফিল্ডের খেলোয়াড়, কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই। সতীর্থদের মতো চোখের পানি ধরে রাখতে পারেননি হামজা। হতাশা নিয়েই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য আগামী ২ জুন ঢাকায় আসবেন এই ফুটবলার। ১০ জুন ন্যাশনাল স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচ দিয়ে দেশের মাটিতে প্রথমবারের মতো খেলতে নামবেন হামজা।

প্লে অফের শেষ চারে ব্রিস্টল সিটিকে হারিয়ে ফাইনালে উঠেছিল শেফিল্ড। অন্যদিকে কভেন্ট্রিকে হারিয়ে সেরা দুইয়ে পা রাখে সান্ডারল্যান্ড। ফাইনালে শেফিল্ডকে হারিয়ে লিডস ইউনাইটেড ও বার্নলির পর তৃতীয় দল হিসেবে প্রিমিয়ার লিগের আসন্ন আসরের টিকিট কেটেছে তারা। এর মাধ্যমে দীর্ঘ ৭ বছর পর ইংল্যান্ডের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে প্রত্যাবর্তন হলো সান্ডারল্যান্ডের। এর আগে সবশেষ ২০১৭ সালে প্রিমিয়ার লিগে খেলেছে দলটি।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত