স্পোর্টস ডেস্ক
লিগ ওয়ানে একচ্ছত্র দাপট প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। চলতি মৌসুমেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে লুইস এনরিকের দল। এবার রোমাঞ্চকর ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত স্ট্রাসবুর্গের বিপক্ষে ৩-৩ গোলের ড্র করেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এই ড্রতে স্ট্রাসবুর্গকে পেছনে ফেলে ফের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে পিএসজি।
ঘরের মাঠে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। দিজিরে দুয়ের পাস থেকে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে পান ব্র্যাডলি বারকোলা। এরপর দাপট দেখাতে থাকে প্রতিপক্ষ। ম্যাচের ১৭ মিনিটের মধ্যেই সমতায় ফিরে স্ট্রাসবুর্গ। দুয়েরই আপন বড় ভাই গুয়েলা দুয়ের ক্রস থেকে হেডে গোল করেন জোয়াকিন পানিচেলি। ম্যাচে তখন সমানে সমান লড়াই চলছে। বিরতির ঠিক আগে আরেকটি গোলে এগিয়ে যায় স্ট্রাসবুর্গ, গোলদাতা দিয়েগো মোরেইরা।
দ্বিতীয়ার্ধে পিএসজিকে ভয় পাইয়ে দেয় স্ট্রাসবুর্গ। বিরতির পর মাত্র ৪ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করেন পানিচেলি। ৩-১ গোলে পিছিয়ে পড়েও নিজেদের খেলার কোনো পরিবর্তন আনেনি পিএসজি। উল্টো আক্রমণাত্মক হয়ে ওঠে তারা। তাতে ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন গঞ্জালো রামোস। এরপর ৭৯ মিনিটে সেনি মায়ুলুর হেডে সমতায় ফেরে পিএসজি।
এই ড্রয়ে লিগ এবং পয়েন্ট টেবিলে ৮ ম্যাচ শেষে ১৭ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্ট্রাসবুর্গ, তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে মার্সেই ও লিওঁ। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে নিজেদের তৃতীয় ম্যাচে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের মাঠে নামবে পিএসজি।
লিগ ওয়ানে একচ্ছত্র দাপট প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। চলতি মৌসুমেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে লুইস এনরিকের দল। এবার রোমাঞ্চকর ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত স্ট্রাসবুর্গের বিপক্ষে ৩-৩ গোলের ড্র করেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এই ড্রতে স্ট্রাসবুর্গকে পেছনে ফেলে ফের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে পিএসজি।
ঘরের মাঠে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। দিজিরে দুয়ের পাস থেকে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে পান ব্র্যাডলি বারকোলা। এরপর দাপট দেখাতে থাকে প্রতিপক্ষ। ম্যাচের ১৭ মিনিটের মধ্যেই সমতায় ফিরে স্ট্রাসবুর্গ। দুয়েরই আপন বড় ভাই গুয়েলা দুয়ের ক্রস থেকে হেডে গোল করেন জোয়াকিন পানিচেলি। ম্যাচে তখন সমানে সমান লড়াই চলছে। বিরতির ঠিক আগে আরেকটি গোলে এগিয়ে যায় স্ট্রাসবুর্গ, গোলদাতা দিয়েগো মোরেইরা।
দ্বিতীয়ার্ধে পিএসজিকে ভয় পাইয়ে দেয় স্ট্রাসবুর্গ। বিরতির পর মাত্র ৪ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করেন পানিচেলি। ৩-১ গোলে পিছিয়ে পড়েও নিজেদের খেলার কোনো পরিবর্তন আনেনি পিএসজি। উল্টো আক্রমণাত্মক হয়ে ওঠে তারা। তাতে ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন গঞ্জালো রামোস। এরপর ৭৯ মিনিটে সেনি মায়ুলুর হেডে সমতায় ফেরে পিএসজি।
এই ড্রয়ে লিগ এবং পয়েন্ট টেবিলে ৮ ম্যাচ শেষে ১৭ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্ট্রাসবুর্গ, তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে মার্সেই ও লিওঁ। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে নিজেদের তৃতীয় ম্যাচে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের মাঠে নামবে পিএসজি।
খেলা ছিল এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে। যেটা কিনা এখন বার্সেলোনার ঘরের মাঠ। আর কাতালানদের প্রতিপক্ষ অলিম্পিয়াকোস। ম্যাচ হবে একপেশে।
১ ঘণ্টা আগেলেস্টার যেবার রূপকথার জন্ম দিল, ওই বছরই চতুর্থ টায়ারে নেমে যাওয়ার শঙ্কায় ছিল সুইডেনের ক্লাব মিয়ালবির। ৯ বছর পর রথ চলল উল্টো পথে; লেস্টার ইপিএল থেকে অবনমিত হয়েছে আর মিয়ালবির হাতে উঠল শিরোপা। তাও প্রথমবারের মতো মেজর কোনো শিরোপা।
৪ ঘণ্টা আগেআইসিসি নারী বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য আসরে টিকে থাকার। বাঁচা-মরার ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ২০২ রানে গুটিয়ে দিয়েও শেষের ব্যাটিং বিপর্যয়ে ৭ রানে হারতে হয়েছে বাংলাদেশকে।
৫ ঘণ্টা আগেব্রায়ান লারার ব্যাটিংয়ের ভক্তের অভাব নেই। তার ব্যাক ফুট ড্রাইভ, কাভার ড্রাইভ কিংবা পুল এবং হুক শট যে কারো চোখ জুড়িয়ে দিত। পায়ের কাজটা যেকোনো ব্যাটারের কাছে স্বপ্নের মতো। ক্যারিবিয়ান কিংবদন্তির পায়ের কাজকে ব্যাখ্যা করতে গিয়ে কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে টেনে আনলেন আরেক মহাতারকা শচিন টেন্ডুলকার।
৭ ঘণ্টা আগে