পিচ কিউরেটরের সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় গম্ভীর

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১৭: ১০
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৮: ০৫

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম ৪ ম্যাচ শেষে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। তাই সিরিজ বাঁচাতে চাইলে আগামী ৩১ জুলাই লন্ডনের দ্য ওভালে শুরু হতে যাওয়া শেষ ম্যাচে জিততেই হতে সফরকারীদের। আসন্ন ম্যাচের আগে অনুশীলনে একটু বেশিই ঘাম ঝরাচ্ছে শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুলরা। মহাগুরুত্বপূর্ণ সে ম্যাচের আগে আলোচনায় উঠে এসেছেন গৌতম গম্ভীর।

সিরিজের শেষ টেস্ট শুরুর আগে ম্যাচ ভেন্যু ওভালের পিচ কিউরেটরের সঙ্গে তর্কে জড়িয়েছেন গম্ভীর। এমমটাই জানিয়েছে ভারতের জনপ্রিয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

বিজ্ঞাপন

ওভাল টেস্ট শুরু হতে বাকি আর মাত্র দুই দিন। তার আগে মঙ্গলবার (২৯ জুলাই) শিষ্যদের নিয়ে নিবিড় অনুশীলনে দেখা যায় গম্ভীরকে। অনুশীলনের এক পর্যায়ে ওভালের পিচ কিউরেটরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু করেন সাবেক এই ক্রিকেটার। তাতে দলীয় অনুশীলন কিছুক্ষণের জন্য বন্ধ ছিল।

প্রতিবেদনে টাইম অব ইন্ডিয়া জানায়, পিচ সম্পর্কিত বিষয় নিয়ে কিউরেটরের সঙ্গে তর্কে জড়ান গম্ভীর। এ সময় তাকে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায়। সাবেক ওপেনার চিৎকার করে বলেন, ‘আমাদের কি করতে হবে সেটা তোমাকে বলে দিতে হবে না।’

যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট বা ওভাল গ্রাউন্ডস কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

জানা গেছে, সিরিজের শেষ টেস্টের জন্য সবুজ পিচ তৈরি করবে ইংল্যান্ড। তার মানে আসন্ন ম্যাচটিতে বাড়তি সহায়তা থাকছে পেসারদের জন্য।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত