কোন ক্লাবে যাবেন মার্টিনেজ?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০২: ০০

কিছুদিন আগেই অ্যাস্টন ভিলা ছাড়ার ইঙ্গিত দিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। ম্যানচেস্টার ইউনাইটেডকে পরবর্তী ঠিকানা বানাতে চেয়েছিলেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। যদিও তার সে ইচ্ছাটা আপাতত পূরণ হচ্ছে না।

ইংল্যান্ডের প্রথম সারির গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, আন্দ্রে ওনানা থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করায় এই গ্রীষ্মে নতুন কোনো গোলরক্ষকের খোঁজে নামবে না ইউনাইটেড। এমতাবস্থায় মার্টিনেজের দলবদলের সঙ্গে জড়িয়ে গেছে অ্যাতলেটিকো মাদ্রিদের নাম। টেলিগ্রাফ আরও জানিয়েছে, জান অবলাক চলে গেলে মার্টিনেজকে দলে নিতে প্রস্তুত স্প্যানিশ ক্লাবটি। কিছুদিন ধরেই ইউরোপিয়ান গণমাধ্যমে শোনা যাচ্ছে, এই গ্রীষ্মেই অ্যাতলেটিকো ছাড়বেন অবলাক। মৌসুম শেষে সে আলোচনা আরও বেগ পেয়েছে।

বিজ্ঞাপন
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত