ওয়াইডের আবেদন করে শাস্তি পেলেন ডেভিড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৬: ২৩

অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ শেষ হয়েছে এক সপ্তাহ আগে। সেই সিরিজে আচরণবিধি লঙ্ঘনের জন্য এতদিন পর টিম ডেভিডকে শাস্তি দিলো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া। দুই দলের মধ্যকার কুড়ি ওভারের শেষ ম্যাচের ঘটনা। স্বাগতিকদের দেওয়া ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করছিল অজিরা। পঞ্চম ওভার করতে আসা আলজারি জোসেফের একটি ডেলিভারি লেগ সাইডের বাইরে দিয়ে উইকেটরক্ষকের হাতে জমা পড়ে।

বিজ্ঞাপন

সে ডেলিভারির পর দুই হাত প্রসারিত করে ওয়াইডের আবেদন করেন ডেভিড। যেটা ভালোভাবে নেননি দুই অনফিল্ড আম্পায়ার জাহিদ বাসারাথ ও লেসলি রেইফার। তাদের অভিযোগের ওপর ভিত্তি করে শাস্তির খড়গ নেমে এসেছে ডেভিডের ওপর।

মঙ্গলবার (৫ আগস্ট) এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন ডেভিড। এই ধারায় আম্পায়ারদের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের কথা বলা হয়েছে।

এজন্য ডেভিডের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। সেই সঙ্গে মারকুটে ব্যাটারকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে সংস্থাটি।

সে ম্যাচে ১২ বলে ৩০ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংস খেলেনি ডেভিড। ৪ ছয়ের পাশাপাশি একটি চার মারেন এই ক্রিকেটার। তিন ওভার হাতেই রেখেই জয় তুলে অস্ট্রেলিয়া।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত