স্পোর্টস ডেস্ক
মিচেল পেরির চতুর্থ বলে ওভার বাউন্ডারি হাঁকান ম্যাথু ওয়েড। কিন্তু ছক্কা পেয়েই যেন চুপসে যান। পরের ২০ বলে পাননি কোনো বাউন্ডারির সন্ধান। এরপরই প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লেখেন। প্রতিপক্ষের বোলারদের ছোড়া সব বল কচুকাটা করেন বাঁহাতি এ ব্যাটসম্যান। বিস্ফোরক ব্যাটিংয়ে এনে দেন অসাধারণ এক সেঞ্চুরি। এতে প্রমাণ করলেন, এখনো শেষ হয়ে যাননি। ক্রিকেটে তার দেওয়ার আছে অনেক কিছু।
ওয়েড ওয়ানডে কাপে আজ শুক্রবার ঝোড়ো ব্যাটিংয়ে খেলেন ১০৫ রানের দুর্বার এক ইনিংস। অস্ট্রেলিয়ার ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ভিক্টোরিয়ার বিপক্ষে উপহার দেন ৬৮ বলের এই খুনে ইনিংসটি। তাসমানিয়ার এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের চমৎকার ইনিংসটি সাজানো ছিল ৮ চার ও ৬ ছক্কার মারে। ৩৭ বলে পঞ্চাশে পা রেখেছিলেন। অথচ প্রথম ২৪ বলে করেছিলেন ২১ রান। ফিফটির পর দ্রুত তুলতে থাকেন রান। ফিফটি পূর্ণ করার পর জাদুকরী তিন অঙ্কে পৌঁছে যান মাত্র ২৮ বল খেলে। ওয়েডের সেঞ্চুরিতে তাসমানিয়া ৩৮১ রানের পুঁজি গড়ে জেতে ১০৯ রানের বিশাল ব্যবধানে।
পেশাদার ক্যারিয়ারে এ নিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ওয়েড পেলেন দশম সেঞ্চুরি। ২০২৩ সালের অক্টোবরের পর এই প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন তারকা এ ক্রিকেটার। তার আগের সেঞ্চুরিও এসেছিল ওয়ানডে কাপে। সেবার খেলেছিলেন ১০৫ রানের ইনিংস।
আন্তর্জাতিক ক্রিকেটকে ওয়েড গুডবাই জানিয়েছেন গত বছর। পরে কোচিংয়ে ক্যারিয়ার গড়েন। তবে সীমিত ওভারের টুর্নামেন্টগুলোয় এখনো খেলে যাচ্ছেন ৩৭ বছরের ওয়েড। সেই ধারাবাহিকতায় ওয়ানডে কাপে এবার তিনি পেলেন সেঞ্চুরি।
সহকারী কোচ হিসেবে অস্ট্রেলিয়া জাতীয় দলে কাজ করেছেন ওয়েড।
গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার কোচিং স্টাফে যোগ দিয়েছিলেন। পরে জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের সহকারী কোচ। সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজির সহকারী কোচও ছিলেন। আইপিএলের গত আসরে গুজরাট টাইটান্সের সহকারী কোচের দায়িত্বে ছিলেন ওয়েড।
সংক্ষিপ্ত স্কোর
তাসমানিয়া : ৩৮১/১০, ৪৯.৩ ওভার (ওয়েড ১০৫, ওয়েবস্টার ৮১ নিখিল ৬৭, ওয়েন ৫৩; পেরি ৪/১০১, ক্যামেরন ৩/৫০ ও এলিয়ট ২/৮২)।
ভিক্টোরিয়া : ২৭২/১০, ৪০.১ ওভার (হার্পার ৮৮, হ্যান্ডসকম্ব ৬১, হ্যারিস ৩৮; ওয়েন ৪/৫৭ ও ওয়েবস্টার ২/৫১)।
ফল : তাসমানিয়া ১০৯ রানে জয়ী।
ম্যাচসেরা: মিচেল ওয়েন।
মিচেল পেরির চতুর্থ বলে ওভার বাউন্ডারি হাঁকান ম্যাথু ওয়েড। কিন্তু ছক্কা পেয়েই যেন চুপসে যান। পরের ২০ বলে পাননি কোনো বাউন্ডারির সন্ধান। এরপরই প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লেখেন। প্রতিপক্ষের বোলারদের ছোড়া সব বল কচুকাটা করেন বাঁহাতি এ ব্যাটসম্যান। বিস্ফোরক ব্যাটিংয়ে এনে দেন অসাধারণ এক সেঞ্চুরি। এতে প্রমাণ করলেন, এখনো শেষ হয়ে যাননি। ক্রিকেটে তার দেওয়ার আছে অনেক কিছু।
ওয়েড ওয়ানডে কাপে আজ শুক্রবার ঝোড়ো ব্যাটিংয়ে খেলেন ১০৫ রানের দুর্বার এক ইনিংস। অস্ট্রেলিয়ার ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ভিক্টোরিয়ার বিপক্ষে উপহার দেন ৬৮ বলের এই খুনে ইনিংসটি। তাসমানিয়ার এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের চমৎকার ইনিংসটি সাজানো ছিল ৮ চার ও ৬ ছক্কার মারে। ৩৭ বলে পঞ্চাশে পা রেখেছিলেন। অথচ প্রথম ২৪ বলে করেছিলেন ২১ রান। ফিফটির পর দ্রুত তুলতে থাকেন রান। ফিফটি পূর্ণ করার পর জাদুকরী তিন অঙ্কে পৌঁছে যান মাত্র ২৮ বল খেলে। ওয়েডের সেঞ্চুরিতে তাসমানিয়া ৩৮১ রানের পুঁজি গড়ে জেতে ১০৯ রানের বিশাল ব্যবধানে।
পেশাদার ক্যারিয়ারে এ নিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ওয়েড পেলেন দশম সেঞ্চুরি। ২০২৩ সালের অক্টোবরের পর এই প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন তারকা এ ক্রিকেটার। তার আগের সেঞ্চুরিও এসেছিল ওয়ানডে কাপে। সেবার খেলেছিলেন ১০৫ রানের ইনিংস।
আন্তর্জাতিক ক্রিকেটকে ওয়েড গুডবাই জানিয়েছেন গত বছর। পরে কোচিংয়ে ক্যারিয়ার গড়েন। তবে সীমিত ওভারের টুর্নামেন্টগুলোয় এখনো খেলে যাচ্ছেন ৩৭ বছরের ওয়েড। সেই ধারাবাহিকতায় ওয়ানডে কাপে এবার তিনি পেলেন সেঞ্চুরি।
সহকারী কোচ হিসেবে অস্ট্রেলিয়া জাতীয় দলে কাজ করেছেন ওয়েড।
গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার কোচিং স্টাফে যোগ দিয়েছিলেন। পরে জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের সহকারী কোচ। সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজির সহকারী কোচও ছিলেন। আইপিএলের গত আসরে গুজরাট টাইটান্সের সহকারী কোচের দায়িত্বে ছিলেন ওয়েড।
সংক্ষিপ্ত স্কোর
তাসমানিয়া : ৩৮১/১০, ৪৯.৩ ওভার (ওয়েড ১০৫, ওয়েবস্টার ৮১ নিখিল ৬৭, ওয়েন ৫৩; পেরি ৪/১০১, ক্যামেরন ৩/৫০ ও এলিয়ট ২/৮২)।
ভিক্টোরিয়া : ২৭২/১০, ৪০.১ ওভার (হার্পার ৮৮, হ্যান্ডসকম্ব ৬১, হ্যারিস ৩৮; ওয়েন ৪/৫৭ ও ওয়েবস্টার ২/৫১)।
ফল : তাসমানিয়া ১০৯ রানে জয়ী।
ম্যাচসেরা: মিচেল ওয়েন।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৬ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে