ফিফটির কাছে গিয়ে ফিরলেন মমিনুল

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১৪: ৪৯
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৪: ৫৭

ফিফটির পথেই ছিলেন মমিনুল। কিন্তু অর্ধশতকের খুব কাছে গিয়ে সফরকারী দলের পেসার ভিক্টর নাইয়োচির শিকার হয়ে ফিরতে হলো এই বাঁহাতি ব্যাটারকে।

বিজ্ঞাপন

১৫ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন ব্যাট করতে নামেন মমিনুল। সঙ্গী মাহমুদুল হাসান জয় ৩৩ রান করে ফিরে গেলেও সাবলীল ব্যাটিং করে যাচ্ছিলেন। তবে নাইয়োচির করা ৩৫তম ওভারের শেষ বলে ছন্দপতন ঘটে মমিনুলের।

নাইয়োচির হঠাৎ লাফিয়ে উঠা সে ডেলিভারিটা ভালোভাবে ব্যাটে লাগাতে পারেননি। বল চলে যায় সোজা উইকেটরক্ষক নায়াশা মায়াভোর হাতে। ক্যাচ লুফে নিতে কোনো ভুল করেননি মায়াভো। তাতেই ব্যক্তিগত ৪৭ রানে কাটা পড়ে মমিনুলের ইনিংস। তার ৮৪ বলের ইনিংসটি সাজানো ছিল ছয়টি চারের মারে।

আউট হওয়ার আগে তৃতীয় উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৬৫ রানের মূল্যবান জুটি গড়েন মমিনুল। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন তিনি। এবার ৩ রানের আক্ষেপ নিয়ে ফিরতে হলো তাকে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত