বুলবুল ফেরার পরই নির্বাচন নিয়ে সিদ্ধান্ত

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৯: ০০
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

ক্রিকেটপাড়ায় এখন জোর আলোচনা- কবে হবে বিসিবির পরবর্তী নির্বাচন। নানা সময়ে শোনা যায় নানা ধরনের গুঞ্জন। তবে বাস্তবতা হলো নির্বাচন নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফিরে নির্বাচন আয়োজনের পথে এগোবেন। এমনটাই জানা গেছে।

বিজ্ঞাপন

আগামী ১৬ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তার। এরপরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠকে বসবেন বুলবুল। সেখানেই সিদ্ধান্ত হবে বিসিবির নির্বাচন নিয়ে। জানা গেছে, আগামী ১৭ কিংবা ১৮ আগস্ট ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি।

এই দিকে বিসিবির একাধিক পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, সবশেষ কয়েকটি বোর্ডসভার কোনোটিতেই নির্বাচন নিয়ে আলোচনা হয়নি। তবে যেসব পরিচালক নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তারা ইতোমধ্যেই নিজেদের প্রস্তুতি শুরু করেছেন। এক পরিচালক আমার দেশকে বলেন, ‘নির্বাচন করার প্রস্তুতি আগে থেকেই নিচ্ছি। যখনই তারিখ ঘোষণা হবে নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণা দেব।’

অন্যদিকে আগে থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে ধারণা করা হচ্ছে, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনয়ন নিয়ে ফের বিসিবিতে আসতে পারেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত