ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চাকরি গেল লিনেকারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫, ২৩: ০০

ইসরাইলের আগ্রাসনের বিপক্ষে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছিলেন গ্যারি লিনেকার। তাতেই চাকরি হারালেন ইংল্যান্ডের এই কিংবদন্তি স্ট্রাইকার।

ফিলিস্তিনের পক্ষ নিয়ে সপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে স্টোরি শেয়ার করেছিলেন লিনেকার। যদিও পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন। তাতে অবশ্য কাজ হয়নি। তার ফিলিস্তিনের পক্ষ নেওয়াটা ভালোভাবে নেয়নি বিবিসি। সাবেক তারকা ফুটবলারকে ছাঁটাই করেছে ইংল্যান্ডের প্রথম সারির গণমাধ্যমটি।

বিজ্ঞাপন

বিবিসিতে গত ২৫ বছর ধরে বিশ্লেষক এবং উপস্থাপক হিসেবে কাজ করছিলেন লিনেকার। ইংলিশ প্রিমিয়ার লিগের সবশেষ ম্যাচ শেষে চাকরি হারালেন তিনি। তার সঙ্গে বিসিবির চুক্তি ছিল ২০২৬ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত।

লিনেকার বিবিসি থেকে চাকরি হারানোয় মুখ খুলেছেন মানবাধিকার কর্মীরা। তাদের মতে, এই ঘটনা খুবই দুঃখজনক। একই সঙ্গে লিনেকারের পাশে দাঁড়িয়েছেন ভক্তরা, সাংবাদিকরা, সাবেক খেলোয়াড় থেকে শুরু করে সাধারণ জনগণ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত