স্পোর্টস ডেস্ক
মেজর লিগ সকার (এমএলএস) অল স্টার গেমে না খেলার কারণে সতীর্থ ও বন্ধু জর্ডি আলবার মতো লিওনেল মেসিকেও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি ভালোভাবে নেননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। এমএলএস কর্তৃপক্ষের ওপর রীতিমতো চটেছেন তিনি।
গত বুধবার মেক্সিকোর লিগা এমএক্স অল স্টারকে ৩-১ গোলে হারায় এমএলএস অল স্টার। ম্যাচটিতে এমএলএস অল স্টারের হয়ে খেলার কথা ছিল মেসি ও আলভার। এজন্য গণমাধ্যম ও সমর্থকদের ভোটে নির্বাচিত হয়েছিলেন এই দুই তারকা ফুটবলার। যদিও ম্যাচের আগে নিজেদের নাম প্রত্যাহার করে নেন মেসি ও আলবা। ইন্টার মিয়ামির কোচ হ্যাভিয়ের মাশচেরানোর দাবি, ক্লান্তি ও অবসাদের কারণেই ম্যাচটি থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন এই দুই ফুটবলার।
এমএলএসের নিয়ম বলছে, চোট না থাকার পরও কোনো খেলোয়াড় অল স্টার ম্যাচে না খেললে তাকে লিগের এক ম্যাচ থেকে নিষিদ্ধ করা হবে। এই নিয়মের ওপর ভিত্তি করে মেসি ও আলবার নিষেধাজ্ঞার বিষয়টি একরকম নিশ্চিতই ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। মিয়ামির হয়ে লিগে রোববার (২৭ জুলাই) সিনসিনাটির বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না এই দুজন।
বিষয়টি নিয়ে মিয়ামির ব্যবস্থাপনা স্বত্বাধিকারী জর্জ মাস বলেন, ‘মেসি খুবই হতাশ হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ হওয়ায় সে বেশ চটেছে। এমনটা হওয়ায় স্বাভাবিক। আমরা চাই এই ঘটনার কোনো প্রভাব না পড়ুক। তারা দুজন প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলার। ম্যাচ খেলতে চায়। তারা এখানে সে কাজ করতেই এসেছে। তারা এই সিদ্ধান্ত বুঝে উঠতে পারছে না। প্রদর্শনী ম্যাচ না খেললে নিষিদ্ধ হতে হবে তারা এটা মানতে পারছে না।’
মেজর লিগ সকার (এমএলএস) অল স্টার গেমে না খেলার কারণে সতীর্থ ও বন্ধু জর্ডি আলবার মতো লিওনেল মেসিকেও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি ভালোভাবে নেননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। এমএলএস কর্তৃপক্ষের ওপর রীতিমতো চটেছেন তিনি।
গত বুধবার মেক্সিকোর লিগা এমএক্স অল স্টারকে ৩-১ গোলে হারায় এমএলএস অল স্টার। ম্যাচটিতে এমএলএস অল স্টারের হয়ে খেলার কথা ছিল মেসি ও আলভার। এজন্য গণমাধ্যম ও সমর্থকদের ভোটে নির্বাচিত হয়েছিলেন এই দুই তারকা ফুটবলার। যদিও ম্যাচের আগে নিজেদের নাম প্রত্যাহার করে নেন মেসি ও আলবা। ইন্টার মিয়ামির কোচ হ্যাভিয়ের মাশচেরানোর দাবি, ক্লান্তি ও অবসাদের কারণেই ম্যাচটি থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন এই দুই ফুটবলার।
এমএলএসের নিয়ম বলছে, চোট না থাকার পরও কোনো খেলোয়াড় অল স্টার ম্যাচে না খেললে তাকে লিগের এক ম্যাচ থেকে নিষিদ্ধ করা হবে। এই নিয়মের ওপর ভিত্তি করে মেসি ও আলবার নিষেধাজ্ঞার বিষয়টি একরকম নিশ্চিতই ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। মিয়ামির হয়ে লিগে রোববার (২৭ জুলাই) সিনসিনাটির বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না এই দুজন।
বিষয়টি নিয়ে মিয়ামির ব্যবস্থাপনা স্বত্বাধিকারী জর্জ মাস বলেন, ‘মেসি খুবই হতাশ হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ হওয়ায় সে বেশ চটেছে। এমনটা হওয়ায় স্বাভাবিক। আমরা চাই এই ঘটনার কোনো প্রভাব না পড়ুক। তারা দুজন প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলার। ম্যাচ খেলতে চায়। তারা এখানে সে কাজ করতেই এসেছে। তারা এই সিদ্ধান্ত বুঝে উঠতে পারছে না। প্রদর্শনী ম্যাচ না খেললে নিষিদ্ধ হতে হবে তারা এটা মানতে পারছে না।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৮ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৯ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৯ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১২ ঘণ্টা আগে