আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কিংবদন্তি প্লাতিনির ২০টি পুরস্কার নিয়ে গেল চোর

স্পোর্টস ডেস্ক
কিংবদন্তি প্লাতিনির ২০টি পুরস্কার নিয়ে গেল চোর

চুরির ঘটনা ঘটেছে ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার মিশেল প্লাতিনির বাসায়। সেই ঘটনায় খেলোয়াড়ি জীবনের ২০টি পুরস্কার খোয়া গেছে সাবেক তারকা ফুটবলারের। এমনটাই জানিয়েছে ফ্রান্সের প্রথম সারির সংবাদমাধ্যম আরটিএল নিউজ।

আরটিএলের দাবি, শুক্রবার (১৮ জুলাই) ভোর পাঁচটার দিকে ওই চুরির ঘটনা ঘটে। মার্শেইয়ের পূর্বাঞ্চলের শহর কাসিসের একটি বাসায় থাকেন প্লাতিনি। বাসার বাগানে আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে যান ১৯৮৩, ১৯৮৪ ও ১৯৮৫ সালের ব্যালন ডি’অর জয়ী। এরপর জানালার কাছে গিয়ে কালো হুডি পরা এক লোককে দেখতে পান। প্লাতিনিকে দেখেই ওই লোক দৌঁড়ে পালান।

বিজ্ঞাপন

বাগানের ভেতর ছোট একটি ঘরে ক্যারিয়ারের সকল ট্রফি ও মেডেল রেখেছিলেন প্লাতিনি। সেখানে গিয়ে দেখেন- সব মিলিয়ে ২০টি পুরস্কার নিয়ে গেছে চোর। এমনটাই জানিয়েছে আরটিএল নিউজ। বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে স্থানীয় পুলিশ।

ফ্রান্সের হয়ে প্লাতিনির সবচেয়ে বড় সাফল্য ১৯৮৪ সালে ইউরো জয়। জাতীয় দলের হয়ে ১৯৮২ ও ১৯৮৬ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেন সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডার। ফ্রান্সের জার্সিতে ৭২ ম্যাচ মাঠে নেমে ৪১ গোল করেন প্লাতিনি। ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত ছিলেন উয়েফার সভাপতির পদে। তার নামে উঠেছিল আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। গত মার্চে সেই অভিযোগ থেকে মুক্তি পান প্লাতিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন