বিপিএলের ফাইনালে পারভেজ হোসেন ইমন, খাওয়াজা নাফের ঝড়ো ব্যাটিংয়ে ফরচুন বরিশালের বিপক্ষে বিশাল পুঁজি পেয়েছে চিটাগং কিংস। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান জড়ো করেছে মোহাম্মদ মিঠুনের দল।
৭৮ রানে অপরাজিত থাকেন ইমন। ৪৯ বলে ৬ চারের পাশাপাশি ৪টি ছয় মারেন এই তরুণ ওপেনার। ৪৪ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন নাফে। উদ্বোধনী জুটিতে ১২১ রান তোলেন এই দুজন। এটা বিপিএলের ফাইনালে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড।
ফিফটি না করতে পারলেও কোনো অংশে কম যাননি গ্রাহাম ক্লার্ক। সাজঘরে হাঁটার আগে ২৩ বলে ৪৪ রান করেন এই টপঅর্ডার। বরিশালের হয়ে এবাদত হোসেন ও মোহাম্মদ আলি একটি করে উইকেট নেন।

