স্টেডিয়ামে কক্ষ দখল নাছির-মিকুর!

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২: ৩৪
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২: ৩৫
মওলানা ভাসানী স্টেডিয়াম

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আ জ ম নাছির (চট্টগ্রাম) এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুর বিরুদ্ধে স্টেডিয়ামে অবৈধভাবে কক্ষ দখলের অভিযোগ উঠেছে। গতকাল এমন অভিযোগ করে চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

বিজ্ঞাপন

এনএসসির সহকারী পরিচালক (প্রশাসন) সাজিয়া আফরিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, চলতি বছর ১০ এপ্রিল মওলানা ভাসানী স্টেডিয়ামের ২৯১ ও ২৯২ নম্বর কক্ষ দুটি বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনকে বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু ২৯১ নম্বর কক্ষটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে আছেন নাছির-মিকুরা। বাংলাদেশ জেলা ও বিভাগী ক্রীড়া সংগঠকদের প্রধান কার্যালয় হিসেবে কক্ষটি ব্যবহার করে আসছেন তারা।

অথচ কক্ষটি তাদের বরাদ্দ দেয়নি এনএসসি। কক্ষ বুঝিয়ে দেওয়ার পাশাপাশি ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত বকেয়া বিদ্যুৎ বিলবাবদ ৫৯ হাজার ৫০ টাকা অবিলম্বে পরিশোধ করার তাগিদ দিয়েছে ক্রীড়া পরিষদ।

বিষয়:

এনএসসি
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত