আফগান সিরিজ

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশ থেকে বাদ জাকের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৭: ৫০
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১৮: ২০

বাংলাদেশের বিপক্ষে আবুধাবিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতেছে আফগানিস্তান। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হাশমাতুল্লাহ শহীদি। মেহেদি হাসান মিরাজদের শুরুতে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আফগান অধিনায়ক।

বিজ্ঞাপন

বাংলাদেশের একাদশে পরিবর্তন এসেছে চারটি। দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ, শামীম হোসেন, হাসান মাহমুদ ও নাহিদ রানা। তবে বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের একাদশে দুটি বদল এসেছে। রহমাত শাহর জায়গায় ইকরাম আলিখিলকে একাদশে জায়গা করে দিয়েছে আফগানরা। আগের ম্যাচের একাদশ থেকে ছিটকে গেছেন বশির আহমেদ।

সংযুক্ত আরব আমিরাতের মাঠে বাংলাদেশকে টানা দুই ম্যাচে হারিয়েছে আফগানিস্তান। সেসুবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। বাংলাদেশ আজ মাঠে নামছে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন নিয়ে।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, হাশমাতুল্লাহ শহীদি (অধিনায়ক), ইকরাম আলিখিল, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নানগেয়ালিয়া খারোতে, এএম গজানফার ও বিলাল সামি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত