স্পোর্টস রিপোর্টার
সিঙ্গাপুর-বাংলাদেশ লড়াই ঘিরে দারুণ উন্মাদনা ছিল দেশজুড়ে। প্রত্যাশার পারদও ছিল বেশ উপরে। এমন ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়া বাংলাদেশ রাকিব হোসেনের গোলে হারের ব্যবধান কমায়।
প্রথমার্ধের শুরুর দিকে তিন তিনবার মিতুল মারমার দারুণ সেভে গোলবার অক্ষত রাখে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত প্রথমার্ধে সেই ধারা আর বজায় রাখতে পারেনি হামজা চৌধুরী-তপু বর্মণরা। ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে হজম করে গোল। এর আগে স্ট্রাইকার রাকিব হোসেন দারুণ সুযোগ পেয়েও গোল করার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। তাতে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। স্কোরশিটে সিঙ্গাপুরের হয়ে নাম তোলেন সং উই ইয়ং।
দ্বিতীয়ার্ধের শুরুতেও খুব একটা গোছালো ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ। সেই সুযোগে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। এবার গোল করেন ইকসান ফান্দি। এই গোলের পর কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। হামজার বানিয়ে দেওয়া বলে সহজ গোল করেন রাকিব। এরপর ম্যাচের শেষ বাশি বাজার আগ মুহূর্তে আরও একটি সু্যোগ পেয়েছিল বাংলাদেশ। শাহরিয়ার ইমনের করা দারুণ হেডে গোল পাওয়া হয়নি স্বাগতিকদের। তাতে হার নিয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।
উন্মাদনা ছড়ানো এই ম্যাচে সিঙ্গাপুরের চেয়ে বেশি সুযোগ পেয়েছিল হামজা-শমিত সোমদের নিয়ে গড়া বাংলাদেশ। তবে ফিনিশিংয়ের অভাবে শেষ পর্যন্ত আর তাদের বানিয়ে দেওয়া বল জাল খুঁজে না পাওয়ায় জয় পাওয়া হয়নি।
সিঙ্গাপুর-বাংলাদেশ লড়াই ঘিরে দারুণ উন্মাদনা ছিল দেশজুড়ে। প্রত্যাশার পারদও ছিল বেশ উপরে। এমন ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়া বাংলাদেশ রাকিব হোসেনের গোলে হারের ব্যবধান কমায়।
প্রথমার্ধের শুরুর দিকে তিন তিনবার মিতুল মারমার দারুণ সেভে গোলবার অক্ষত রাখে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত প্রথমার্ধে সেই ধারা আর বজায় রাখতে পারেনি হামজা চৌধুরী-তপু বর্মণরা। ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে হজম করে গোল। এর আগে স্ট্রাইকার রাকিব হোসেন দারুণ সুযোগ পেয়েও গোল করার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। তাতে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। স্কোরশিটে সিঙ্গাপুরের হয়ে নাম তোলেন সং উই ইয়ং।
দ্বিতীয়ার্ধের শুরুতেও খুব একটা গোছালো ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ। সেই সুযোগে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। এবার গোল করেন ইকসান ফান্দি। এই গোলের পর কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। হামজার বানিয়ে দেওয়া বলে সহজ গোল করেন রাকিব। এরপর ম্যাচের শেষ বাশি বাজার আগ মুহূর্তে আরও একটি সু্যোগ পেয়েছিল বাংলাদেশ। শাহরিয়ার ইমনের করা দারুণ হেডে গোল পাওয়া হয়নি স্বাগতিকদের। তাতে হার নিয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।
উন্মাদনা ছড়ানো এই ম্যাচে সিঙ্গাপুরের চেয়ে বেশি সুযোগ পেয়েছিল হামজা-শমিত সোমদের নিয়ে গড়া বাংলাদেশ। তবে ফিনিশিংয়ের অভাবে শেষ পর্যন্ত আর তাদের বানিয়ে দেওয়া বল জাল খুঁজে না পাওয়ায় জয় পাওয়া হয়নি।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৫ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে