বাংলাদেশ দলের জন্য রুবেল-খালেদের শুভকামনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ১৬: ০৩

ফুটবল জ্বরে কাঁপছে গোটা দেশ। এর প্রধান উপলক্ষ্য সিঙ্গাপুর ম্যাচ। এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা সাতটায় জাতীয় স্টেডিয়ামে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির মুখোমুখি হবে হ্যাবিয়ের কাবরেরার শিষ্যরা। তার আগে স্বাগতিক দলকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, ফাহমিদুল ইসলামদের একটি ছবি পোস্ট করেছেন রুবেল। ক্যাপশনে এই ডানহাতি পেসার লিখেছেন, ‘বাংলাদেশের জন্য শুভকামনা রইল।’

বিজ্ঞাপন

খালেদও তার ভেরিফাইড ফেসবুক পেইজে ফুটবলারদের একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ দলকে শুভকামনা।’

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। সিঙ্গাপুর ছাড়াও গ্রুপে জামাল ভুঁইয়াদের বাকি প্রতিপক্ষ হংকং। গ্রুপের শীর্ষ দল এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেবে। প্রথম ম্যাচ শেষে চার দলেরই সংগ্রহ সমান একটি করে পয়েন্ট।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত