নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের মারুফা আক্তার। যার প্রতিফলন পড়েছে র্যাংকিংয়ে। ওয়ানডে বোলারদের তালিকায় ছয় ধাপ এগিয়ে ৪১১ রেটিং পয়েন্ট নিয়ে ৪১ নম্বরে আছেন মারুফা।
পাকিস্তানের বিপক্ষে সাত ওভারে ৩১ রান দিয়ে দুই উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন এই পেসার। পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিয়ে সাত উইকেটের জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশের বোলারদের মধ্যে রাবেয়া খান এগিয়েছেন এক ধাপ। ২১ নম্বরে আছেন ২০ বছর বয়সী এই লেগ স্পিনিং অলরাউন্ডার। বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে আছেন কেবল একজন- ৯ নম্বরে নাহিদা আক্তার।

