রানাকে নিয়ে উইলিয়ামসের খোঁচার জবাব দিলেন শান্ত

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ১৮: ১৫

বিশ্ব ক্রিকেটে নিজের জানান দিতে বেশি সময় নেননি নাহিদ রানা। ঝড়ো গতির সঙ্গে দারুণ লাইন লেন্থে অল্প সময়েই বাঘা বাঘা ব্যাটারদের ঘুম হারাম করেছেন। স্বাভাবিকভাবেই প্রতিপক্ষের সমীহের কারণ হয়ে দাঁড়িয়েছেন এই পেসার। যদিও এই গতি তারকাকে সমীহ না করে পরোক্ষভাবে খোঁচা দিয়েছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামস। রানার গতি নিয়ে চিন্তিত নয় তাদের দল, এমনটাই যেন বোঝাতে চেয়েছেন তিনি। এবার উইলিয়ামসের সেই খোঁচার জবাব দিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামীকাল। তার আগে শনিবার (১৯ এপ্রিল) সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘কাল (রোববার) প্রথম টেস্টে রানা যখন বল করবে আর প্রতিপক্ষ দল যখন ব্যাট করবে তখন তাদের শরীরী ভাষা দেখলেই বুঝতে পারবেন রানা কত জোরে বল করে এবং সে কতটা দারুণ বোলার। ওকে একটা বার্তায় দেওয়া হয়েছে যেন ১৪০ কিলোমিটার গতিতে বল করে। ওর জন্য এই বার্তাটা পরিষ্কার। আমি আশা করব, প্রথম ম্যাচে যদি ওর সুযোগ আসে তাহলে যেন ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করে।’

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (১৮ এপ্রিল) সংবাদ সম্মেলনে রানা প্রসঙ্গে উইলিয়ামস বলেন, ‘বর্তমান সময়ে অনেক বোলারই দ্রুতগতিতে বল করতে পারে। দুনিয়ার শুধু একজন বোলারই জোরে বল করে না। আমরা এটা মোকাবেলা করার জন্য প্রস্তুত। আমাদের কাছে বোলিং মেশিন আছ্ যেটা মানুষের চেয়ে বেশি জোরে বল করতে পারে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত