আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরিজের মাঝপথে ছিটকে গেলেন ফখর

স্পোর্টস ডেস্ক

সিরিজের মাঝপথে ছিটকে গেলেন ফখর

ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝপথে ধাক্কা খেল পাকিস্তান। চোটের কারণে ছিটকে গেছেন দলটির তারকা ব্যাটার ফখর জামান। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২ উইকেটে হারে পাকিস্তান। সে ম্যাচে ওয়েষ্ট ইন্ডিজের ইনিংসের ১৯তম ওভারে আউটফিল্ডে বলের পেছনে দৌঁড়াতে গিয়ে বাঁ পায়ে টান লাগে ফখরের। পরীক্ষা নিরীক্ষার পর পিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, ফখরের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। এজন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির পাশাপাশি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান ফখর।

বিজ্ঞাপন

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়ে সিরিজ জিতেছে পাকিস্তান। পিসিবি জানিয়েছে- এই ম্যাচ শেষে দেশে ফিরে যাবেন ফখর। এরপর লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন এই বাঁহাতি ব্যাটার। এর আগে চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফিতেও একই ধরনের চোট পেয়েছিলেন ফখর।

প্রথম দুই টি-টোয়েন্টিতে ক্রিজে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি ফখর। তার ব্যাট থেকে আসে যথাক্রমে ২৮ ও ২০ রান। ফখর চোট পাওয়ায় শেষ টি-টোয়েন্টির একাদশে সুযোগ পান খুশদিল শাহ। ৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন তিনি।

টি-টোয়েন্টি শেষে আগামী ৯ আগস্ট পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হবে। সিরিজের বাকি ম্যাচ দুটি হবে ১০ ও ১২ আগস্ট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন