পিসিবির অনুরোধ রাখেনি আইসিসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০: ০০
পাকিস্তান ক্রিকেট টিম

পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারতীয় খেলোয়াড়রা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর আগে দাবি জানিয়েছিল, জিম্বাবুয়ের ক্রিকেট অফিসিয়াল অ্যান্ডি পাইক্রফটকে না পাল্টালে আমিরাতের বিপক্ষে ম্যাচটি বর্জন করবে পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু তাদের সেই দাবি নাকচ করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। তার মানে পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন পাইক্রফটই। পাকিস্তান এখন ম্যাচটি খেলে কি না, এটাই এখন দেখার।

বিজ্ঞাপন

আইসিসির অপারেশনস কিংবা আইনি বিভাগ যোগাযোগ করে পিসিবির সঙ্গে। আইসিসি জানিয়ে দিয়েছে, পাকিস্তান ম্যাচে ভারতীয় ক্রিকেটার হাত না মেলানোর বিতর্কের জন্য পাইক্রফট দায়ী নন। তবে আইসিসির যোগাযোগের বিষয়টি ক্রিকবাজের কাছে অস্বীকার করেছে পিসিবি।

এশিয়া কাপে মাঠে উত্তাপ ছড়াতে পারেনি ভারত ও পাকিস্তানের মহাদ্বৈরথ। তবে একপেশে ম্যাচে উত্তেজনা ছড়িয়েছে খেলার বাইরের কাণ্ডে। টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আগার সঙ্গে হাত মেলাননি ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা সৌজন্যমূলক হ্যান্ডশেক করেননি পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে। এই ঘটনা আলোচনার ঝড় তুলেছে। এই ঘটনায় ম্যাচটির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে এশিয়া কাপের বাকি ম্যাচ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি। কিন্তু আইসিসি তাদের হতাশ করেছে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমান সভাপতি নাকভির দাবি, পাইক্রফট টসের সময় দুদলের অধিনায়কদের করমর্দন না করার জন্য অনুরোধ করেছিলেন। যদিও এখনো প্রমাণিত হয়নি যে, পাইক্রফট সত্যিই অধিনায়কদের টসের সময় একে অপরকে করমর্দন না করার নির্দেশ দিয়েছেন কি না।

ম্যাচে ভারত ৭ উইকেটের ব্যবধানে জিতে মাঠ ছাড়ার সময় পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলায়নি। দুই দলের স্টাফরাও একই কাজ করেছেন। যদিও খেলা শেষে দুই দলের হাত মেলানো একটি অলিখিত রীতি। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পরে জানিয়েছেন, পেহেলগাম হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। সেই সঙ্গে জয় উৎসর্গ করেছেন নিহতদের পরিবার ও ভারতীয় সেনাবাহিনীকে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত