২৯তম স্কুল হ্যান্ডবলের ফাইনাল আজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৮: ৩০

২৯তম স্কুল হ্যান্ডবলের বালক বিভাগের ফাইনালে উঠেছে সানিডেইল ও নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়। আর বালিকা বিভাগে ফাইনালে উঠেছে ভিকারুননিসা নূন স্কুল ও সানিডেইল। দুটি ফাইনালই হবে আজ।

বিজ্ঞাপন

পল্টন শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে গতকাল শনিবার বালক বিভাগের প্রথম সেমিফাইনালে সানিডেইল ৩১-১৩ গোলে হারায় সেন্ট গ্রেগরি স্কুলকে। প্রথমার্ধে জয়ী দল ১৫-৭ ব্যবধানে এগিয়ে ছিল। অপর সেমিফাইনালে নারিন্দা ১৯-১২ গোলে হারায় ঢাকা গভ. মুসলিম হাইস্কুলকে। প্রথমার্ধে জয়ী দল ১১-৭ গোলে এগিয়ে ছিল।

অন্যদিকে, বালিকা বিভাগে প্রথম সেমিফাইনালে ভিকারুননিসা নূন স্কুল ১৭-২ গোলে হারায় শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজকে। প্রথমার্ধে জয়ী দল ৯-০ গোলে এগিয়ে ছিল। অন্য সেমিফাইনালে সানিডেইল স্কুল ২৯-১ গোলে হারায় শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়কে। জয়ী দল প্রথমার্ধে ১৯-০ গোলে এগিয়ে ছিল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত