এক বছর পর ফিরলেন শানাকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১৫: ৫৯
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৬: ৫৮

ওয়ানডে শেষে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। আসন্ন সিরিজের জন্য চারিথ আসালঙ্কার নেতৃত্বে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এক বছর পর দলে ফেরানো হয়েছে দাসুন শানাকাকে। এর আগে সবশেষ ২০২৪ সালে জুলাইয়ে ভারতের বিপক্ষে পাল্লেকেল্লেতে এই সংস্করণে খেলেছিলেন শানাকা।

শানাকা ফেরায় বাদ পড়েছেন ভানুকা রাজাপাকশে। ব্যাট হাতে লম্বা সময় ধরে টানা ব্যর্থ হওয়ায় বাদ পড়লেন তিনি। শানাকার পাশাপাশি দলে ফেরানো হয়েছে চামিকা করুনারত্নেকেও।

বিজ্ঞাপন

বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১০ জুলাই। সিরিজের বাকি ম্যাচদুটি হবে ১৩ ও ১৬ জুলাই।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড: চারিথ আসালঙ্কা (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, কমিন্দু মেন্ডিস, কুশাল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, ইশান মালিঙ্গা, বিনুরা ফার্নান্দো, জেফরি ভ্যান্ডারসে, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, কুশাল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলেলাগে ও মাহিশ থিকসানা।

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত