
স্পোর্টস ডেস্ক

প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করে রেখেছিল নিউজিল্যান্ড। শেষ ম্যাচে হাতছানি দিচ্ছিল হোয়াইটওয়াশের কীর্তি। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২ উইকেটের জয়ে সেটাও নিশ্চিত করল মিচেল স্যান্টনারের দল। তাতে ৪২ বছর পর ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের শিকার হলো ইংল্যান্ড। সবশেষ ১৯৮৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে সবগুলো ম্যাচ জিতেছিল কিউইরা।
ওয়েলিংটনে রান তাড়ায় নেমে দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন রাচিন রবীন্দ্র ও ড্যারেল মিচেল। রাচিন ৪৬ ও মিচেল ৪৪ রান করেন। তবে এরপর হঠাৎ ছন্দ পতন হয় নিউজিল্যান্ডের। ১৯৬ রানে ৮ উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলে ইংল্যান্ড।
নবম উইকেটে দুই পেসার ফোকস ও টিকনারের ৩৭ বলে অবিচ্ছিন্ন ৩০ রানের জুটিতে জিতেই মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। ফোকস ১৪ ও টিকনার ১৮ রানে অপরাজিত থাকেন। দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে আরও ভূমিকা পালন করেন ডেভন কনওয়ে (৩৪) ও স্যান্টনার (২৭)।
এর আগে নিউজিল্যান্ডের বোলিংয়ের সামনে ধসে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন। ৯৭ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা দলটি লড়াইয়ের মতো জায়গায় যায় পেস বোলিং অলরাউন্ডার জেমি ওভারটনের কল্যাণে। এই ক্রিকেটার ৬২ বলে করেন সর্বোচ্চ ৬৮ রান। বাকিদের মধ্যে জস বাটলার ৩৮ ও ব্রাইডন কার্স ৩৬ রান করেন।
হোয়াইটওয়াশ হওয়ার দিনে বিব্রতকর এক রেকর্ডও গড়েছে ইংল্যান্ড। এই সিরিজে তিন ম্যাচ মিলিয়ে ইংল্যান্ডের প্রথম চার ব্যাটার মিলে মাত্র ৮৪ রান করেছেন। ছেলেদের ওয়ানডে সিরিজে বা টুর্নামেন্টে অন্তত তিন ইনিংসে ব্যাটিং করে কোনো দলের প্রথম চার ব্যাটারদের এটাই সর্বনিম্ন রান। আগের রেকর্ডটি ছিল বাংলাদেশের। ১৯৮৮ এশিয়া কাপে টাইগারদের প্রথম চার ব্যাটার মিলে করেছিলেন ৮৯ রান।
কিউইদের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন ব্লেয়ার টিকনার। ৬৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন টিকনার। এছাড়াও দারুণ বোলিং করেছেন জ্যাকব ডাফি ও জ্যাকারি ফোকস।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৪০.২ ওভারে ২২২ (ওভারটন ৬৮, কার্স ৩৬; টিকনার ৪/৬৪, ডাফি ৩/৫৬)। নিউজিল্যান্ড: ৪৪.৪ ওভারে ২২৬/৮ ( রবীন্দ্র ৪৬, মিচেল ৪৪; ওভারটন ২/৩২, কারেন ২/৪৬)।
ফল: নিউজিল্যান্ড ২ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: ব্লেয়ার টিকনার।
সিরিজসেরা: ড্যারিল মিচেল।
সিরিজ: তিন ম্যাচের সিরিজ ৩–০ তে জিতল নিউজিল্যান্ড।

প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করে রেখেছিল নিউজিল্যান্ড। শেষ ম্যাচে হাতছানি দিচ্ছিল হোয়াইটওয়াশের কীর্তি। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২ উইকেটের জয়ে সেটাও নিশ্চিত করল মিচেল স্যান্টনারের দল। তাতে ৪২ বছর পর ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের শিকার হলো ইংল্যান্ড। সবশেষ ১৯৮৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে সবগুলো ম্যাচ জিতেছিল কিউইরা।
ওয়েলিংটনে রান তাড়ায় নেমে দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন রাচিন রবীন্দ্র ও ড্যারেল মিচেল। রাচিন ৪৬ ও মিচেল ৪৪ রান করেন। তবে এরপর হঠাৎ ছন্দ পতন হয় নিউজিল্যান্ডের। ১৯৬ রানে ৮ উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলে ইংল্যান্ড।
নবম উইকেটে দুই পেসার ফোকস ও টিকনারের ৩৭ বলে অবিচ্ছিন্ন ৩০ রানের জুটিতে জিতেই মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। ফোকস ১৪ ও টিকনার ১৮ রানে অপরাজিত থাকেন। দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে আরও ভূমিকা পালন করেন ডেভন কনওয়ে (৩৪) ও স্যান্টনার (২৭)।
এর আগে নিউজিল্যান্ডের বোলিংয়ের সামনে ধসে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন। ৯৭ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা দলটি লড়াইয়ের মতো জায়গায় যায় পেস বোলিং অলরাউন্ডার জেমি ওভারটনের কল্যাণে। এই ক্রিকেটার ৬২ বলে করেন সর্বোচ্চ ৬৮ রান। বাকিদের মধ্যে জস বাটলার ৩৮ ও ব্রাইডন কার্স ৩৬ রান করেন।
হোয়াইটওয়াশ হওয়ার দিনে বিব্রতকর এক রেকর্ডও গড়েছে ইংল্যান্ড। এই সিরিজে তিন ম্যাচ মিলিয়ে ইংল্যান্ডের প্রথম চার ব্যাটার মিলে মাত্র ৮৪ রান করেছেন। ছেলেদের ওয়ানডে সিরিজে বা টুর্নামেন্টে অন্তত তিন ইনিংসে ব্যাটিং করে কোনো দলের প্রথম চার ব্যাটারদের এটাই সর্বনিম্ন রান। আগের রেকর্ডটি ছিল বাংলাদেশের। ১৯৮৮ এশিয়া কাপে টাইগারদের প্রথম চার ব্যাটার মিলে করেছিলেন ৮৯ রান।
কিউইদের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন ব্লেয়ার টিকনার। ৬৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন টিকনার। এছাড়াও দারুণ বোলিং করেছেন জ্যাকব ডাফি ও জ্যাকারি ফোকস।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৪০.২ ওভারে ২২২ (ওভারটন ৬৮, কার্স ৩৬; টিকনার ৪/৬৪, ডাফি ৩/৫৬)। নিউজিল্যান্ড: ৪৪.৪ ওভারে ২২৬/৮ ( রবীন্দ্র ৪৬, মিচেল ৪৪; ওভারটন ২/৩২, কারেন ২/৪৬)।
ফল: নিউজিল্যান্ড ২ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: ব্লেয়ার টিকনার।
সিরিজসেরা: ড্যারিল মিচেল।
সিরিজ: তিন ম্যাচের সিরিজ ৩–০ তে জিতল নিউজিল্যান্ড।

বাংলাদেশ সফরে আসেনি ভারতের পুরুষ ক্রিকেট টিম। রাজনৈতিক কারণে বিসিসিআই স্থগিত করেছে সেই সফর। সেই সিরিজের ভাগ্য ঝুলে গেলেও মাঠে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মেয়েরা।
১ ঘণ্টা আগে
জেমিমাহ রুদ্রিগেজ গিটারটা খুব ভালো বাজাতে পারেন। ক্রিকেটের বাইরেও গিটারই তার প্রিয় সঙ্গী। কিন্তু আসল কাজটা তো মাঠে, ব্যাট হাতে। যে সুরটা বাকি রয়ে গিয়েছিল, সেটাও দেখে ফেলল সমগ্র ভারত। জেমিমাহ সুর তুললেন ব্যাট হাতে।
১ ঘণ্টা আগে
ক্যাম্প ন্যুয়ে সবশেষ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হয়েছিল ১৯৯৯ সালে। যে ম্যাচে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ৩০ বছর পর ফের এই মাঠে হতে পারে ইউরোপ সেরার লড়াই। অবশ্য আলোচনায় আছে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামও।
১ ঘণ্টা আগে
জুয়ায় জড়িত থাকায় ১৪৯ রেফারিকে বরখাস্ত করেছে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)। তাদের ৮ থেকে ১২ মাস পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত চলছে আরো তিনজনের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে